সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ২০ জুন ২০২৪, ০০:০০
দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র
দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র

অর্থনীতির পরিচয়

১। সভ্যতার যুগে কোন গ্রন্থে অর্থনীতি বিষয়ে অগোছালোভাবে কিছু আলোচনা হয়?

1

উত্তর : সভ্যতার যুগে ধর্মগ্রন্থে বা দর্শনের বইয়ে অর্থনীতি বিষয়ে অগোছালোভাবে কিছু আলোচনা হয়।

২। প্রাচীন ভারতে চতুর্থ খ্রিষ্টপূর্বে অর্থনীতি বিষয়ে কোন গ্রন্থ রচিত হয়?

উত্তর :প্রাচীন ভারতে চতুর্থ খ্রিষ্টপূর্বে অর্থনীতি বিষয়ে কৌটিল্যের 'অর্থশাস্ত্র' গ্রন্থটি রচিত হয়।

৩। ১৫৯০-১৭৮০ খ্রিষ্টাব্দে ইউরোপের কোন কোন দেশে 'বাণিজ্যবাদ' প্রসারিত হয়?

উত্তর :১৫৯০-১৭৮০ খ্রিষ্টাব্দে ইউরোপের ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালিতে 'বাণিজ্যবাদ' প্রসারিত হয়।

৪। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে কোন দেশে 'ভূমিবাদ' মতবাদ প্রচারিত হয়?

উত্তর : অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ফ্রান্সে 'ভূমিবাদ' মতবাদ প্রচারিত হয়।

৫। ভূমিবাদীদের মতে উৎপাদনশীল খাত কী?

উত্তর : ভূমিবাদীদের মতে, কৃষিই (খনি, মৎস্যক্ষেত্রসহ) হলো উৎপাদনশীল খাত।

৬। অ্যাডাম স্মিথ কোন দেশের অর্থনীতিবিদ ছিলেন?

উত্তর :অ্যাডাম স্মিথ ইংল্যান্ডের অর্থনীতিবিদ ছিলেন।

৭। মানুষ যা চায় তার সবকিছু পায় না। এই না পাওয়াকে কী বলে?

উত্তর :মানুষ যা চায় তার সবকিছু পায় না। এই না পাওয়াকে বলে অভাব।

৮। যে কোনো দ্রব্য বা সেবাসামগ্রী উৎপাদন করতে কিসের দরকার হয়?

উত্তর :যে কোনো দ্রব্য বা সেবাসামগ্রী উৎপাদন করতে দরকার হয় সম্পদের।

৯। 'অর্থনীতি এমন একটি বিজ্ঞান, যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন-সংক্রান্ত মানবীয় আচরণ বিশ্লেষণ করে।' সংজ্ঞাটি কোন অর্থনীতিবিদের?

উত্তর :'অর্থনীতি এমন একটি বিজ্ঞান, যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন-সংক্রান্ত মানবীয় আচরণ বিশ্লেষণ করে।' উক্তিটি অর্থনীতিবিদ রবিনসের।

১০। 'অহ ওহয়ঁরৎু রহঃড় :যব ঘধঃঁৎব ধহফ ঈধঁংবং ড়ভ :যব ডবধষঃয ড়ভ ঘধঃরড়হং' গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর : 'অহ ওহয়ঁরৎু রহঃড় :যব ঘধঃঁৎব ধহফ ঈধঁংবং ড়ভ :যব ডবধষঃয ড়ভ ঘধঃরড়হং' গ্রন্থটি রচনা করেন অ্যাডাম স্মিথ।

১১। যে কোনো দ্রব্য বা সেবাসামগ্রী উৎপাদন করতে কী দরকার হয়?

উত্তর :যে কোনো দ্রব্য বা সেবাসামগ্রী উৎপাদন করতে সম্পদের দরকার হয়।

১২। কাকে অর্থনীতির জনক বলা হয়?

উত্তর : অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়।

১৩। 'অর্থনীতি এমন একটি বিজ্ঞান, যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ অনুসন্ধান করে।' উক্তিটি কার?

উত্তর :'অর্থনীতি এমন একটি বিজ্ঞান, যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ অনুসন্ধান করে।' উক্তিটি অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের।

১৪। কোন জিনিসকে কেন্দ্র করে অর্থনীতি গড়ে ওঠে?

উত্তর : সম্পদকে কেন্দ্র করে অর্থনীতি গড়ে ওঠে।

১৫। মানুষের অর্থনৈতিক কার্যাবলির মূল উদ্দেশ্য কী?

উত্তর : মানুষের অর্থনৈতিক কার্যাবলির মূল উদ্দেশ্য সম্পদ আহরণ।

১৬। কোন অর্থনীতিবিদ সম্পদের চেয়ে মানবকল্যাণের ওপর অধিক গুরুত্বারোপ করেন?

উত্তর : অধ্যাপক আলফ্রেড মার্শাল সম্পদের চেয়ে মানব কল্যাণের ওপর অধিক গুরুত্ব আরোপ করেন।

১৭। অর্থনীতির মূল উদ্দেশ্য কী?

উত্তর :অর্থনীতির মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ করা।

১৮।পরপর তিনটি কমলা খেলে তিন নম্বর কমলাকে অর্থনীতির ভাষায় কী বলা হয়?

উত্তর :পরপর তিনটি কমলা খেলে তিন নম্বর কমলাকে অর্থনীতির ভাষায় বলা হয় প্রান্তিক কমলা।

অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারাসমূহ

১. বিনিয়োগ কাকে বলে?

উত্তর : সঞ্চিত অর্থ যখন উৎপাদন কাজে ব্যবহৃত হয় তখন তাকে বিনিয়োগ বলে।

২. দ্রব্য বলতে সাধারণত কোন ধরনের সম্পদকে বোঝায়?

উত্তর :দ্রব্য বলতে আমরা সাধারণত ব্যক্তিগত সম্পদকে বুঝি।

৩. আয় ও ভোগ ব্যয়ের মধ্যে পার্থক্য কী?

উত্তর :আয় ও ভোগ ব্যয়ের মধ্যে পার্থক্য হলো সঞ্চয়।

৪. উৎপত্তির দিক থেকে সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়?

উত্তর :উৎপত্তির দিক থেকে সম্পদকে তিন ভাগে ভাগ করা যায়।

৫. সঞ্চয়ের সূত্র লেখ।

উত্তর :সঞ্চয়ের সূত্রটি হলো- ঝ= ণ-ঈ।

(এখানে, ঝ= সঞ্চয়, ণ= আয়,ঈ= ভোগ ব্যয়)।

৬. অর্থনৈতিক সম্পদ কাকে বলে?

উত্তর : অর্থনীতিতে সম্পদ হলো সেসব জিনিস বা দ্রব্য যেগুলো পেতে চাইলে অর্থ ব্যয় করতে হয়। সংক্ষেপে আমরা এ দ্রব্যগুলোকে অর্থনৈতিক দ্রব্যও বলে থাকি। যেমন : ঘরবাড়ি, আসবাবপত্র, টিভি ইত্যাদি দৃশ্যমান বস্তুগত সম্পদ এবং ডাক্তারের সেবা, শিক্ষকের পাঠদান ইত্যাদি অদৃশ্যমান বা অবস্তুগত সম্পদ। উলিস্নখিত জিনিসগুলো পেতে চাইলে অর্থ ব্যয় করতে হবে।

৭. অর্থনীতিতে সম্পদের বৈশিষ্ট্য লিখ।

উত্তর : কোনো জিনিসকে যদি অর্থনীতিতে সম্পদ বলতে হয় তবে তার চারটি বৈশিষ্ট্য থাকা আবশ্যক। বৈশিষ্ট্যগুলো হলো :

ক. উপযোগ

খ. অপ্রাচুর্যতা

গ. হস্তান্তরযোগ্য

ঘ. বাহ্যিকতা।

৮. সম্পদের শ্রেণিবিভাগ লিখ।

উত্তর : উৎপত্তির দিক থেকে সম্পদ তিন প্রকার। যথা : ১. প্রাকৃতিক সম্পদ; ২. মানবিক সম্পদ;

৩. উৎপাদিত সম্পদ।

৯. বাংলাদেশের অর্থনৈতিক সম্পদগুলো কী কী?

উত্তর : বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। উন্নয়নের সঙ্গে দেশের অর্থনৈতিক সম্পদের বিশেষ সম্পর্ক থাকে। বাংলাদেশের অর্থনৈতিক সম্পদের মধ্যে রয়েছে : ১. কৃষি সম্পদ; ২. খনিজ সম্পদ; ৩. বনজ সম্পদ; ৪. প্রাণিজ সম্পদ; ৫. শক্তি সম্পদ; ৬. পানি সম্পদ প্রভৃতি।

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে