ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সি, সি + +, জাভা ও পাইথনসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রোগ্রামিংয়ের ওপর আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) প্রোগ্রামিং ক্লাব কম্পিটিটিভ প্রোগ্রামারস্ ইউনিয়নের উদ্যোগে ১০ জুলাই এই আয়োজন শুরু হবে। এতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে বলে জানিয়েছে বিভাগটি। প্রতিযোগিতার প্রথম ধাপে আগামী ১০ জুলাই মক কন্টেস্ট অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে আগামী ১৩ জুলাই মূল কন্টেস্ট, সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। দলভিত্তিক এই প্রতিযোগিতায় দুজন সদস্যের সমন্বয়ে একটি দল গঠিত হবে। প্রতিটি দলকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ১০০০ টাকা বাবদ যঃঃঢ়ং;//ভড়ৎসং.মষব/ লকবশছহউটযপঘতধাসঠ৭ লিংকে রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশন চলবে ৩০ জুন পর্যন্ত। অংশগ্রহণকারী বিজয়ী দলের জন্য রয়েছে ১০ হাজার টাকা সমমূল্যের পুরস্কার।