বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

অষ্টম শ্রেণির বাংলা

মোচ্ছা. রুবিনা খাতুন, সহকারী শিক্ষক, দখিনা রূপকারী উচ্চ বিদ্যালয়, বাগাইছড়ি, রাঙামাটি
  ১৩ জুলাই ২০২৪, ০০:০০
অষ্টম শ্রেণির বাংলা
-

৩য় পরিচ্ছেদ ৪. পাখি ওড়ে। (বিধেয়ের প্রসারক যোগ করো) উত্তর: নদীর চরে কাশফুলের ওপর নানা রকম পাখি ওড়ে। ৫. সুন্দরবনের বাঘ কমে যাচ্ছে। (বিধেয়ের প্রসারক যোগ করো) উত্তর: পরিবেশ বিপর্যয়ের কারণে সুন্দরবনের বাঘ কমে যাচ্ছে। ৬. মামার দেওয়া কলমটি হারিয়ে গেছে। (বিধেয়ের প্রসারক যোগ করো) উত্তর: আমার জন্মদিনে মামার দেওয়া কলমটি হারিয়ে গেছে। ৭. গাছ লাগিয়েছি। (উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক যোগ করো) উত্তর: আমি আমার বাড়িতে অনেক গাছ লাগিয়েছি যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। ৮. স্কুল ছুটি হবে। (উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক যোগ করো) উত্তর: আমাদের স্কুল ছুটি হবে, আমরা মাঠ পেরিয়ে বাড়ি যাব। ৯. মানুষ সফল হয়। (উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক যোগ করো) উত্তর: মানুষ সফল হয় তার চেষ্টা ও সৎকর্মের মাধ্যমে।। ১০. বাতাস ঠান্ডা। (উদ্দেশ্যের প্রসারক ও বিষয়ের প্রসারক যোগ করো) উত্তর: শীতের কুয়াশাচ্ছন্ন সকাল, বাতাস ঠান্ডা। নিচের বাক্যগুলোর উদ্দেশ্য ও বিধেয় নির্দেশ কর। ১. রিমন ফুটবল খেলে। ২. আমি স্কুলে যাব না। ৩. সাদা ঘোড়া টগবগিয়ে ছুটছে। ৪. নীল জামাটা ছিঁড়ে গেছে। ৫. রিয়াজ মোবাইল কিনেছে। ৬. আমার বাবার হলুদ রঙের টাইটা হারিয়ে গেছে। ৭. নিয়াজ সাইকেল চালায়। উত্তর: নিচে কিছু বাক্য দেওয়া হলো। বাক্যগুলোতে উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক যোগ করে পুনরায় লেখ। ১. ইভা পড়াশোনা করে। ২. সালমা গান গায়। ৩. মিজান গণিতের শিক্ষক। ৪. সিংহ হিংস্র প্রাণী। ৫. মেয়েটি সুন্দরী। উত্তর: প্রদত্ত বাক্যগুলোর উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক যোগ করে পুনরায় লেখা হলো- ১. আমার ছোটো বোন ইভা তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে। ২. সংগীতশিল্পী সালমা শুধু দেশাত্মবোধক গান গায়। ৩. রাসেলের ভাই মিজান অষ্টম শ্রেণির গণিতের শিক্ষক। ৪. বনের রাজা সিংহ অতি হিংস্র প্রাণী। ৫. নীল শাড়ি পরা মেয়েটি খুবই সুন্দরী। প্রশ্ন : বাক্য কাকে বলে? উত্তর: এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যখন বস্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। প্রশ্ন : একটি বাক্যের কয়টি অংশ থাকে? উত্তর: একটি বাক্যের দুটি অংশ থাকে। প্রশ্ন : বাক্যের দুটি অংশের নাম কী? উত্তর: বাক্যের দুটি অংশের নাম হলো উদ্দেশ্য এবং বিধেয়। প্রশ্ন : বাক্যের উদ্দেশ্য কাকে বলে? উত্তর: কোনো বাক্যে যাকে উদ্দেশ করে বা যার উদ্দেশে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। প্রশ্ন : বিধেয় কাকে বলে? উত্তর: বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়, তাকে বিধেয় বলে। প্রশ্ন : প্রসারক কী? উত্তর: বাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের সাথে অতিরিক্ত কোনো বিশেষণ যোগ করাই হলো প্রসারক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে