প্রশ্ন : জাতীয় সংসদে কর ন্যায়পাল বিল আইন পাস হয় কবে?
উত্তর : জাতীয় সংসদের কর ন্যইপাল বিল আইন পাস হয় ১০ জুলাই ২০০৫ সালে।
প্রশ্ন : পোশাক শিল্পে এ.ঝচ বা গচঅ সুবিধা শেষ হয় কবে?
উত্তর : পোশাক শিল্পে এ.ঝচ বা গচঅ সুবিধা শেষ হয় ৩১ ডিসেম্বর ২০০৪ সাল।
প্রশ্ন : জাতীয় সংসদে (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন বিল-২০০৪ পাস হয় কবে?
উত্তর : জাতীয় সংসদে (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন বিল-২০০৪ পাস হয় ২৯ নভেম্বর ২০০৪ সালে।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম মহিলা কারাগার নির্মিত হয়েছে কোথায়?
উত্তর : বাংলাদেশের প্রথম মহিলা কারাগার নির্মিত হয়েছে গাজীপুর জেলার কাশিমপুরে।
প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর : পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.০৩ কিলোমিটার।
প্রশ্ন : বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা?
উত্তর : বাংলা ভাষা বিশ্বের ৫০তম প্রধান ভাষা।
প্রশ্ন : বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়?
উত্তর : ১১ জুলাই।
প্রশ্ন : হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়?
উত্তর : ১৫৭৬ সালে।
প্রশ্ন : পূর্ব ও মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : হাজীপুর।
প্রশ্ন : ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি?
উত্তর : ইন্দিরা গান্ধীর খাল।
প্রশ্ন : পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত সম্মতি কোন বিভাগ দেয়?
উত্তর : জাতীয় উন্নয়ন পরিষদ।
প্রশ্ন : নীল নদের উৎস কোথা থেকে?
উত্তর : ভিক্টোরিয়া হ্রদ।
প্রশ্ন : রসায়ন বিদ্যার জনক কাকে বলা হয়?
উত্তর : রবার্ট বয়েল।
প্রশ্ন : পন্ডিত লাচু মহারাজ কিসের সঙ্গে যুক্ত?
উত্তর : তবলা।
প্রশ্ন : কোন প্রাণী মুখ দ্বারা মল ত্যাগ করে ?
উত্তর : বাদুড়।
প্রশ্ন : 'কড়ি দিয়ে কিনলাম' উপন্যাসটির লেখক কে?
উত্তর : বিমল মিত্র।
প্রশ্ন : মিলান শহরটি কোন দেশে অবস্থিত?
উত্তর : ইতালি।