সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

মাভাবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৩ নভেম্বর ২০২৪, ০০:০০
মাভাবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালন করা হয়েছে। দিসবটি উপলক্ষে হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে ১০ নভেম্বর এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, বিভাগের

শিক্ষক-শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

পরে অ্যাকাডেমিক ভবনের সেমিনার হলে 'করাপশন পারসেপশনস অ্যান্ড থিওরি ডেভেলপমেন্ট এ জার্নি ফর সোসিওলজি টু অ্যাকাউন্টটিং অ্যান্ড অডিটিং' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বিভাগের চেয়ারম্যান রেশমা পারভীন লিমার সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. কাজী সাইদুল ইসলাম।

এর আগে, ১৯৭২ সালের ১০ নভেম্বর যুক্তরাষ্ট্রের সান দিয়াগোতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস প্রথম পালন করা হয়। ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস এবং সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্টসের (সিপিএ) ক্যালিফোর্নিয়া সোসাইটি সান দিয়াগো চ্যাপ্টার এ দিবস প্রথম পালন করে।

পরে ১৪৯৪ সালের ১০ নভেম্বর ইতালির গণিতবিদ লুকা বার্টোলোমিও ডি প্যাসিওলি ভেনিসে সুম্মা ডি এরিথমেটিকা, জিওমেটিয়া প্রপোরসনি অ্যাট প্রপোরশনালিটা' শীর্ষক পুস্তিকা প্রকাশ করেন। এটিই প্রথম বই, যাতে গাণিতিক জ্ঞানকে সংক্ষেপে প্রকাশ করা হয়। এতে ডাবল এন্ট্রি বুক কিপিং বা হিসাবরক্ষণ ও বাণিজ্যিক হিসাববিজ্ঞান সম্পর্কে আলোচনা করেন।

পেশাদার হিসাববিদদের কাজে উৎসাহ জোগাতে, সাধারণ মানুষের মধ্যে এ কাজের গুরুত্ব বোঝাতে এবং এ পেশায় তরুণদের

আগ্রহী করে তুলতে এ দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন

করা হয়ে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে