নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বায়োলজিক্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলে (আইকিউএসি) 'অপরচুনিটিস ইন বিগ ডেটা ফর বায়োলজিক্যাল রিসার্চ' শীর্ষক কর্মশালা এবং বিকেলে নোবিপ্রবি কেন্দ্রীয় অডিটোরিয়ামে 'ট্রেন্ডস ইন কাটিং-অ্যান্ড রিসার্চ ইন দ্যা ফিল্ড অফ মেডিসিন অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্স' শীর্ষক সেমিনার ২১ নভেম্বর অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে উভয় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ভূঞা ও রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। কর্মশালায় কী-নোট স্পিকার ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. এম এম জুনায়েদ সিদ্দিকী। সেমিনারে আলোচক হিসেবে ছিলেন ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে অবস্থিত ড্রাগ ইভালুয়েশন অ্যান্ড রিসার্চ সেন্টারের ফার্মাসিউটিক্যাল কোয়ালিটি রিসার্চ ডিভিশনের গবেষক ড. ইয়াকুব জাকির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্স এর ডিন অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান ও সিভাসুর প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. এম এম জুনায়েদ সিদ্দিকী। কর্মশালা ও সেমিনারে নোবিপ্রবির শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উলেস্নখ্য, নোবিপ্রবির বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগ যৌথভাবে উক্ত কর্মশালা ও সেমিনার আয়োজন করে।