৩৮. সমাজকর্মের উদ্দেশ্য হলো-
র) সকল মানুষের সামগ্রিক কল্যাণ
রর) সামাজিক ভূমিকা পালন ক্ষমতার উন্নয়ন
ররর) কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :ক) র ও রর
৩৯. 'ঊহপুপষড়ঢ়ধবফরধ ড়ভ ংড়পরধষ ড়িৎশ'-কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত হয়?
ক) ঈঙঝ খ) ঘঅঝড
গ) অঅঝড ঘ) ঈঝডঊ
উত্তর :খ) ঘঅঝড
৪০. নিচের কোনটি সমাজকর্মের বিকাশকাল?
ক) ফরাসি বিপস্নবোত্তর সময় খ) প্রথম বিশ্বযুদ্ধের সময়
গ) শিল্প বিপস্নবোত্তর সময় ঘ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়
উত্তর :গ) শিল্প বিপস্নবোত্তর সময়
৪১. সমাজকর্ম সমস্যা সমাধানে-
র) আধুনিক বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া
রর) সেবামূলক প্রক্রিয়া
ররর) পরিকল্পিত ও গঠনমূলক প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
৪২. সমাজকর্মের পরিধি বলতে কোনটিকে বোঝায়?
ক) ব্যবহারিক দিক খ) অর্থনৈতিক দিক
গ) পারিবারিক দিক ঘ) পরিবেশগত দিক
উত্তর : ক) ব্যবহারিক দিক
৪৩. সমাজকর্মের মৌলিক পদ্ধতি কত প্রকার?
ক) ২ প্রকার খ) ৩ প্রকার
গ) ৫ প্রকার ঘ) ৬ প্রকার
উত্তর : খ) ৩ প্রকার
৪৪. সমাজে বিদ্যমান সমস্যাগুলো কীরূপ?
ক) একমুখী খ) দ্বিমুখী
গ) বহুমুখী ঘ) নিম্নমুখী
উত্তর : গ) বহুমুখী
৪৫. সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্রে জ্ঞানের প্রয়োগ নির্ভর করে-
র) সমস্যার প্রয়োজনীয় সমাধান প্রক্রিয়ার ওপর
রর) সমাজকর্মের প্রকৃতির উপর
ররর) সমাজকর্মের লক্ষ্যের উপর
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : গ) র ও ররর
৪৬. 'সমাজকর্মের লক্ষ্য হলো সামাজিক ভূমিকার উন্নয়ন ও বর্ধিত করেন'- উক্তিটি করেছেন কে?
ক) ডবিস্নউ এ ফ্রিডল্যান্ডার খ) স্কিডমোডর ও থ্যাকারি
গ) বি শেফার
ঘ) আরমান্ডো মরেলেস
সঠিক উত্তর : খ) স্কিডমোডর ও থ্যাকারি
নিচের উদ্দীপকটি পড়ে এবং ৪৭, ৪৮ ও ৪৯নং প্রশ্নের উত্তর দাও।
সাবিহা সামাজিক বিজ্ঞানের একটি বিষয় নিয়ে পড়ালেখা করছে। তার পঠিত বিষয়টির বিষয়বস্তু হচ্ছে- মানুষ, মানুষের সমস্যা ও সমস্যার সমাধান।
৪৭. সাবিহার পড়ালেখার বিষয় কী?
ক) অর্থনীতি খ) সমাজবিজ্ঞান
গ) রাষ্ট্রবিজ্ঞান ঘ) সমাজকর্ম
উত্তর : ঘ) সমাজকর্ম
৪৮. উদ্দীপকের বিষয়টির যেসব বৈশিষ্ট্য বিদ্যমান-
র) রাষ্ট্রের গঠন কাঠামো
রর) সুসংগঠিত পদ্ধতি
ররর) সমস্যার বৈজ্ঞানিক সমাধান
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : খ) রর ও ররর
৪৯. উক্ত বিষয়টি শিক্ষার মাধ্যমে যেসব প্রয়োজন পূরণ হয়-
র) মানব সম্পদের বিকাশ
রর) সামাজিক ভূমিকা পালন
ররর) সম্পদের সদ্ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
৫০. সমাজকর্মকে কেন মূল্যবোধ আশ্রিত পেশা বলা হয়?
ক) মূল্যবোধ অনুসরণ করে চলে বলে
খ) মূল্যবোধ সৃষ্টি করতে হয় বলে
গ) মূল্যবোধকে অগ্রাধিকার দেওয়া হয় বলে
ঘ) মূল্যবোধের প্রচার করতে হয় বলে
উত্তর : ক) মূল্যবোধ অনুসরণ করে চলে বলে
৫১. সমাজকর্মের কোন ধরনের কার্যক্রম অপরাধী এবং কিশোর অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাজ করে?
ক) প্রতিকার মূলক কার্যক্রম খ) প্রতিরোধমূলক কার্যক্রম
গ) উন্নয়নমূলক কার্যক্রম ঘ) সংশোধনমূলক কার্যক্রম
উত্তর : ঘ) সংশোধনমূলক কার্যক্রম
৫২. সমাজকর্ম কিরূপ সেবাকর্ম?
ক) সনাতন খ) অপেশাদার গ) পেশাদার ঘ) ব্যক্তিকেন্দ্রিক
উত্তর : গ) পেশাদার
৫৩. সমাজকর্ম সমাজের কী নিয়ে আলোচনা করে?
ক) সমস্যা খ) উন্নয়ন গ) পরিবেশ ঘ) খুঁটিনাটি বিষয়
উত্তর : ক) সমস্যা
৫৪. সমাজকর্ম অনুশীলনের মাধ্যমে-
র) সমস্যার উৎস নির্ণয় করা হয়
রর) সমস্যার কারণ চিহ্নিত করা হয়
ররর) সমস্যার প্রকৃতি ও প্রভাব নির্ণয় করা হয়
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়