শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

খুবিতে প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু

শিক্ষা জগৎ ডেস্ক
  ১১ জানুয়ারি ২০২৫, ০০:০০
খুবিতে প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু
খুবিতে প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। যা চলবে আগামী ১০ ফেব্রম্নয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইট যঃঃঢ়ং://ধফসরংংরড়হ.শঁ.ধপ.নফ-এর মাধ্যমে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। আবেদনকারী অনলাইনে ভর্তির আবেদন পূরণ করে জমাদানের সময় স্ব স্ব ইউনিটে নির্ধারিত ফি দেবেন। পরে ভর্তি পরীক্ষার আগে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আবেদনের নিয়ম, বিস্তারিত তথ্য ও আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইউনিট ভিত্তিক। এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। সি (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা, চারুকলা স্কুল) এবং ডি ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ভর্তি পরীক্ষা আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ও বি (জীব বিজ্ঞান স্কুল) ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে