বই পড়া
৫. পাঠ্যবইয়ে কবি আবদুল হাকিমে যে জন্ম তারিখ দেওয়া আছে তা কী ধরনের?
ক. সঠিক খ. আনুমানিক
গ. তথ্যপূর্ণ ঘ. সঠিক নয়
উত্তর: খ.আনুমানিক
৬. আবদুল হাকিম কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. আনুমানিক ১৭২০ খ্রিষ্টাব্দে
খ. আনুমানিক ১২৬০ খ্রিষ্টাব্দে
গ. আনুমানিক ১৬২০ খ্রিষ্টাব্দে
ঘ. আনুমানিক ১৬৬০ খ্রিষ্টাব্দে
উত্তর: গ. আনুমানিক ১৬২০ খ্রিষ্টাব্দে
৭. সন্দ্বীপের সাধুরামপুর গ্রামে কোন কবি জন্মগ্রহণ করেন?
ক. কায়কোবাদ খ. আহসান হাবীব
গ. আবদুল হাকিম ঘ. ফররুখ আহমদ
উত্তর:গ. আবদুল হাকিম
৮. কবি আবদুল হাকিমের জন্মস্থান কোথায়?
ক. কেশবপুরের সাগরদাঁড়িতে
খ. নাটোরের আজিমনগরে
গ. কেশবপুরের পাঁজিয়ায়
ঘ. সন্দ্বীপের সাধারামপুরে
উত্তর: ঘ. সন্দ্বীপের সাধারামপুরে
৯. 'বঙ্গবাণী' কবিতাটি কোন মতকে রচিত হয়েছে?
ক. মধ্যযুগে খ. ষোড়শ শতক
গ. সপ্তদশ শতকে ঘ. ঊনবিংশ শতকে
উত্তর: গ. সপ্তদশ শতকে
১০. আবদুল হাকিম কোন যুগের কবি?
ক. প্রাক-মধ্যযুগের খ. মধ্যযুগের
গ. আধুনিক যুগের ঘ. মধ্যযুগ পরবর্তী
উত্তর: খ. মধ্যযুগের
১১. আবদুল হাকিম কোন শতকের কবি?
ক. পঞ্চদশ খ. সপ্তদশ
গ. ষোড়শ ঘ. অষ্টাদশ
উত্তর: খ.সপ্তদশ
১২. আবদুল হাকিম কে ছিলেন?
ক. সপ্তদশ শতকের একজন প্রখ্যাত কবি
খ. আধুনিক বাংলা সাহিত্যের পরোধা
গ. ষোড়শ মতকের অন্যতম বিশিষ্ট লেখক
ঘ. অমর কথা সাহিত্যিক
উত্তর: ক. সপ্তদশ শতকের একজন প্রখ্যাত কবি
১৩. 'বঙ্গবাণী' কবিতায় মাতৃভাষার প্রতি কবির কেমন অনুভূতি প্রকাশিত হয়েছে?
ক. দুর্বার ক্ষোভের অনুভূতি
খ. চাপা আক্রোশের অনুভূতি
গ. অনন্য মমত্বের অনুভূতি
ঘ. অসহনীয় বিরক্তিভাব
উত্তর: গ. অনন্য মমত্বের অনুভূতি
১৪. মধ্যযুগের কোন কবি পরবর্তী প্রজন্মে জন্য কালজয়ী আদর্শ?
ক. শাহ মুহম্মদ সগীর খ. আলাওল
গ. ঈশ্বরচন্দ্রগুপ্ত ঘ. আবদুল হাকিম
উত্তর: ঘ. আবদুল হাকিম
১৫. আবদুল হাকিমের বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটি?
ক. নূরনামা খ. সাত সাগরের মাঝি
গ. লাইলী মজনু ঘ. সুলতানানামা
উত্তর: ক. নূরনামা
১৬. 'নূরনামা' কার লেখা?
ক. ফকির গরীবুলস্নাহর
খ. মীরমশাররফ হোসেনের
গ. আবদুল হাকিমের
ঘ. সেয়দ এমদাদ আলীল
উত্তর: গ. আবদুল হাকিমের
১৭. 'ইউসুফ জোলেখা' কী?
ক. আবদুল হাকিমের উপন্যাস
খ. দৌলত কাজীর কাব্য
গ. আলাওলের কাব্য
ঘ. আবুদল হাকিমের কাব্য
উত্তর: ঘ. আবুদল হাকিমের কাব্য
১৮. 'লালমতি' কার লেখা কাব্যগ্রন্থ?
ক. শাহাদাৎ হোসেনের
খ. সফিয়া কামালের
গ. আবদুল হাকিমের
ঘ. কাজী নজরুল ইসলামের
উত্তর: গ. আবদুল হাকিমের
১৯. 'লালমতি ও সয়ফুলমুলুক' কী?
ক. আবদুল হাকিমের কাব্যগ্রন্থ
খ. আলমাহমুদের উপন্যাস
গ. শাহ মুহম্মদ সগীরের কাব্যগ্রন্থ
ঘ. ফররখ আহমদের কাব্যগ্রন্থ
উত্তর: ক. আবদুল হাকিমের কাব্যগ্রন্থ
২০. 'শিহাবুদ্দিননামা' আবদুল হাকিমের কোন ধরনের রচনা?
ক. নাটক খ. উপন্যাস
গ. ছোটগল্প ঘ. কাব্য
উত্তর: ঘ.কাব্য
২১. 'নসীহৎনামা'কার রচিত কাব্য?
ক. শাহ মুহম্মদ সগীর খ. আবদুল হাকিম
গ. আলাওল ঘ. সিকানদার আবু জাফর
উত্তর: খ. আবদুল হাকিম
২২. কবি আবদুল হাকিম-এর রচিত কাব্য নয় কোনটি?
ক. রক্তরোগ খ. লালমতি
গ. কারবালা ঘ. শহরনামা
উত্তর: ক. রক্তরোগ
২৩. 'শহরনামা' কোন ধরনের রচনা?
ক. কাব্যনাট্য খ. কাব্যগ্রন্থ
গ. ছোটগল্প ঘ. উপন্যাস
উত্তর: খ. কাব্যগ্রন্থ
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়