বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

লোহাগড়ার আ'লীগ নেতা মতিয়ার ঢাকায় গ্রেপ্তার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৫, ২০:৪২
লোহাগড়ার আ'লীগ নেতা মতিয়ার ঢাকায় গ্রেপ্তার
যায়যায়দিন

নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমানকে (৫২) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রূপনগর থানা পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২ টার দিকে রূপনগর এলাকার একটি বাসা বাড়ি থেকে মতিয়ার রহমানকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে ওই আ'লীগ নেতা রূপনগর থানা পুলিশের হেফাজতে রয়েছে।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকাম্মেল হক মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে রূপনগর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই এলাকার একটি বাসা বাড়ি,থেকে আওয়ামী লীগ নেতা মতিয়ারকে গ্রেফতার করা হয়েছে।

রূপনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোকাম্মেল হক আরও জানান, গ্রেফতারকৃত মতিয়ার রহমানের নামে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আগামীকাল বুধবার তাকে ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজির করা হবে।

উল্লেখ্য, গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতা ও কাশীপুর ইউপির সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান গা ঢাকা দেন। লোহাগড়া থানায় তার নামে নাশকতার অভিযোগে দুটি মামলা রয়েছে এবং চলতি বছরের ২২ এপ্রিল লোহাগড়ার কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলাম (৫১) হত্যা চেষ্টার মামলার আসামী।

এছাড়া ২০২২ সালে অসহায় ও দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে দূর্নীতি দমন কমিশন ( দুদক) এর দায়ের করা মামলার আসামী আ'লীগ নেতা মতিয়ার রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে