নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে চীনের শিহেজী বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। নোবিপ্রবির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ১৫ জানুয়ারি এ চুক্তিতে স্বাক্ষর করেন। অন্যদিকে, শিহেজী বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. ঝাওয়ামিন।
নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কোলাবোরেশন ও কো-অপারেশন সেন্টার অফিসের তত্ত্বাবধানে উপাচার্যের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ আইআইএস-এর পরিচালক অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার, রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, আইসিসিসি'র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. রোকনুজ্জামান সিদ্দিকী, ইন্টারন্যাশনাল কোলাবরেশন অফিসার ও ডেপুটি রেজিস্ট্রার ড. খালেদ মেহেদী হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।