দেশের ৯টি সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের (বিডিএস) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে প্রাথমিকভাবে মোট ৫১৮ জন উত্তীর্ণ হয়েছেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে ২ মার্চ এ তথ্য জানানো হয়েছে। এছাড়া, ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য আগামী ৬ থেকে ৯ মার্চের মধ্যে ১০০০ টাকা টেলিটক এসএমএসের মাধ্যমে জমা দিয়ে পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করা যাবে। পুনঃনিরীক্ষার ফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে। এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
ফল পুনঃনিরীক্ষণ পদ্ধতি : টেলিটকের যে কোনো প্রিপেইড মোবাইল থেকে এসএমএস করতে হবে। ১ম ঝগঝ: উএগঊ জঝঈ জড়ষষ ঘড়. লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে। (যেমন- উএগঊ< ঝঢ়ধপব> জঝঈ ১১১৬০০০) ফিরতি গবংংধমব-এ একটি চওঘ নম্বর আসবে। ২য় ঝগঝ: ফি প্রদানের জন্য প্রাপ্ত চওঘ নম্বর দিয়ে ঝগঝ করতে হবে উএগঊ জঝঈণঊঝচওঘ এবং পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে। যেমন: উএগঊজঝঈণঊঝ< ঝঢ়ধপব> ৩৬৯৯ ফিরতি ঝগঝ-এ ফি জমা বাবদ একটি প্রাপ্তি স্বীকার ঝগঝ পাওয়া যাবে।