রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
  ০৬ মার্চ ২০২৫, ০০:০০
এসএসসি পরীক্ষার প্রস্তুতি
.

১৭২. আলি ও মিঠু মুক্তিবাহিনীতে যোগ দিতে যায়- র. দেশপ্রেমের টানে রর. আহাদ মুন্সির ভয়ে ররর. মিলিটারি ক্যাম্প উড়িয়ে দেওয়ার জন্য নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: খ. র ও ররর ১৭৩. বুধা ফুলকলিকে আতাফুফুর বাড়িতে নিয়ে যায়- র. ঘুমানোর জন্য রর. ফুলকলিকে রাজাকার কমান্ডার বের করে দেওয়ায় ররর. বঙ্গবন্ধুর ভাষণ শোনানোর জন্য নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: ক. র ও রর ১৭৪. রাজাকাররা বুধাকে সন্দেহ না করার কারণ- র. বুধার বয়স কম ছিল বলে রর. বুধাকে পাগল ভেবে ররর. বুধা এতিম বলে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: ঘ. র, রর ও ররর ১৭৫. মিলিটারিরা ক্যাম্পে বাঙ্কার বানায়- র. সতর্কতার জন্য রর. নদীপথে মুক্তিযোদ্ধারা আক্রমণ করবে ভেবে ররর. যুদ্ধ করার জন্য নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: ক. র ও রর ১৭৬. শাহাবুদ্দিন বুধাকে মাইন দিয়ে যায়- র. মিলিটারি ক্যাম্প উড়িয়ে দেওয়ার জন্য রর. বাঙ্কারের মাটির নিচে পুঁতে রাখার জন্য ররর. আহাদ মুন্সির বাড়ি উড়িয়ে দেওয়ার জন্য নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: ক. র ও রর ১৭৭. শাহাবুদ্দিন মাইন দিয়ে যাওয়ার পর সারা রাত বুধা আর ঘুমায় না- র. মিলিটারির ভয়ে রর. প্রতিশোধের উত্তেজনায় ররর. ক্যাম্প উড়িয়ে দেওয়ার আনন্দে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: গ. রর ও ররর ১৭৮. মিঠুর মা চিৎকার করে কাঁদতে শুরু করে- র. মধুর কথা মনে পড়ায় রর. পুত্র হারানোর শোকে ররর. মিঠুর মৃতু্যসংবাদ শুনে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: ক. র ও রর ১৭৯. বুধা দৌড়ে মাটি কাটার দলের সামনে গিয়ে দাঁড়ায়- র. বাঙ্কার খুঁড়তে বাধা দেওয়ার জন্য রর. তাদের সাথে যাওয়ার জন্য ররর. নিজের কৌশল বাস্তাবায়নের জন্য নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: গ. রর ও ররর ১৮০. আহাদ মুন্সির ছেলে বুধার ওপর খুশি হয়- র. বুধার কাজের দক্ষতা দেখে রর. বুধার কাজের আগ্রহ দেখে ররর. বুধার ভদ্র ব্যবহার দেখে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: ক. র ও রর নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮১ ও ১৮২ নং প্রশ্নের উত্তর দাও : বাবা-মা মারা যাওয়ায় রতন মামার বাড়িতে আশ্রয় নেয়। মামি রতনকে আশ্রয় দেওয়ার কারণে মামাকে বকতে থাকে। রতন আড়াল থেকে সব শুনতে পায় এবং বাড়ি থেকে চলে যায়। ১৮১. উদ্দীপকের রতনের আচরণে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিফলন লক্ষ করা যায়? ক. কুন্তি খ. বুধা গ. হরিকাকু ঘ. আলি উত্তর: খ. বুধা ১৮২. উক্ত মিল থাকার কারণ- র. আত্মসম্মানবোধ রর. দেশপ্রেম ররর. স্বাধীনচেতা মনোভাব নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: খ. র ও ররর নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮৩ ও ১৮৪ নং প্রশ্নের উত্তর দাও : রাতুল মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র দেখছিল। সেখানে সে দেখে একদল মিলিটারি এসে একটি গ্রামের বাড়িঘরে আগুন লাগিয়ে দিচ্ছে। বিনা কারণে নিরীহ মানুষজনের ওপর এই অত্যাচার দেখে রাতুল ক্ষুব্ধ হয়। ১৮৩. উদ্দীপকে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন ঘটনার ইঙ্গিত রয়েছে? ক. বাজার পোড়ানোর ঘটনা খ. আহাদ মুন্সির বাড়ি পোড়ানোর ঘটনা গ. ক্যাম্প উড়িয়ে দেওয়ার ঘটনা ঘ. বুধাকে কাকতাড়ুয়া বানিয়ে রাখার ঘটনা উত্তর: ক. বাজার পোড়ানোর ঘটনা ১৮৪. উদ্দীপকের রাতুলের মাঝে উপন্যাসের বুধার চেতনার প্রকাশ ঘটেছে। কেননা- র. রাতুলের মাঝে দেশপ্রেম রয়েছে রর. রাতুল অন্যায়কে মেনে নিতে পারেনি ররর. রাতুল বুধার মতোই প্রতিশোধপরায়ণ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: ক. র ও রর নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮৫ ও ১৮৬ নং প্রশ্নের উত্তর দাও : সম্প্রতি মিয়ানমারে সাম্প্রদায়িক দাঙ্গায় অনেক রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। পিতৃমাতৃহীন কিশোর সালাম হোসেন পাশের বাড়ির রহিমা খালার কাছে গিয়ে দেখে তিনিও সবকিছু গুছিয়ে নিয়েছেন। রহিমা খালা সালামকে তার সাথে যাওয়ার কথা বললে সে রহিমা খালার সাথে অজানার পথে পাড়ি জমায়। ১৮৫. উদ্দীপকের রহিমা খালার মাঝে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিফলন ঘটেছে? ক. কুন্তি খ. আতাফুফু গ. নোলক বুয়া ঘ. বুধার চাচি উত্তর: গ. নোলক বুয়া ১৮৬. উদ্দীপকের সালাম উপন্যাসের বুধার প্রতিনিধি নয়। কারণ- র. তার মাঝে প্রতিবাদী চেতনা নেই রর. তার মাঝে দেশপ্রেম নেই ররর. সে পালিয়ে গেছে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: খ. র ও ররর নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮৭ ও ১৮৮ নং প্রশ্নের উত্তর দাও : কামাল মুক্তিযুদ্ধের সময় যুবক ছিল। পাকিস্তানি মিলিটারি ২৫ মার্চ নৃশংস গণহত্যা চালালে কামাল তা দেখে ক্ষুব্ধ হয়। সে প্রতিজ্ঞা করে ওদের বিরুদ্ধে যুদ্ধ করার। এজন্য সবাই এলাকা ছেড়ে পালালেও সে পালায় না। হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে