শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

হাবিপ্রবিতে ভর্তি আবেদন ও পরীক্ষার তারিখ পরিবর্তন

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৯ মার্চ ২০২৫, ০০:০০
হাবিপ্রবিতে ভর্তি আবেদন ও পরীক্ষার তারিখ পরিবর্তন
হাবিপ্রবিতে ভর্তি আবেদন ও পরীক্ষার তারিখ পরিবর্তন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন, ফি প্রদান ও ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার ভারপ্রাপ্ত পরিচালক মো. খাদেমুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৬ মার্চ এ তথ্য জানানো হয়। এদিন ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাবিপ্রবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তির জন্য আবেদন ও ফি পরিশোধের সময়সীমা আগামী ১৩ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এছাড়াও পূর্বঘোষিত ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৫ মে 'এ' ইউনিট, ৬ মে 'বি' ইউনিট এবং ৭ মে 'সি' ও 'ডি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের

ওয়েবসাইটে (িি.িযংঃঁ.ধপ.নফ) পাওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে