শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

৭ম শ্রেণির পড়াশোনা ( বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
  ১২ ডিসেম্বর ২০১৯, ০০:০০
৭ম শ্রেণির পড়াশোনা ( বাংলাদেশ ও বিশ্বপরিচয়)
অজন্তা পর্বতগুহা

আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

অধ্যায় : ১০

২৮. কোথায় যৌতুক প্রথার প্রচলন ছিল?

ক. জাপানে

খ. রোমে

গ. চীনে

ঘ. আমেরিকায়

সঠিক উত্তর: গ. চীনে।

২৯. কোন ধরনের নারীরা অধিক নির্যাতনের শিকার হয়?

ক. আত্মনির্ভরশীল

খ. পরনির্ভরশীল

গ. আত্মপ্রত্যয়ী

ঘ. সচেতন

সঠিক উত্তর: খ. পরনির্ভরশীল।

উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

রাফি ও রোজির সংসার ভালোই চলছিল। কিন্তু হঠাৎ করে রাফির চাকরি চলে যাওয়ায় মারাত্মক অর্থ সংকটে পড়ে। এমতাবস্থায় রাফি রোজিকে তার বাবার কাছ থেকে পাঁচ লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দেয়। রোজি তাতে অপারগতা জানালে নেমে আসে অমানুষিক নির্যাতন।

৩০. রোজি কোন সামাজিক সমস্যার সম্মুখীন হয়েছে?

ক. যৌন হয়রানির

খ. যৌতুক প্রথার

গ. নিরক্ষরতার

ঘ. কুসংস্কারের

\হসঠিক উত্তর:

খ. যৌতুক প্রথার

৩১. ওই সমস্যা থেকে রোজিকে মুক্ত করা সম্ভব?

র. আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে

রর. আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলে

ররর. সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে

নিচের কোনটি সঠিক

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর

৩২. যৌতুকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সহায়তা গ্রহণ করা দরকার

র. শিক্ষিত সচেতন মানুষের

রর. আইনজীবীদের

ররর. ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় উন্নয়নকর্মীদের

নিচের কোনটি সঠিক

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর

৩৩. যৌতুকবিরোধী আইন সংশোধন করা হয়েছে কত সালে?

ক. ১৯৮১ সালে

খ. ১৯৮৬ সালে

গ. ১৯৮৯ সালে

ঘ. ১৯৯৫ সালে

\হসঠিক উত্তর: খ. ১৯৮৬ সালে।

৩৪. যৌতুক প্রতিরোধে প্রথমে কাকে সচেতন করতে হবে?

ক. নারীকে

খ. পরিবারকে

গ. সমাজকে

ঘ. সরকারকে

সঠিক উত্তর: খ. পরিবারকে।

৩৫. বিয়ের পর যৌতুকের কারণে কোনটি বেড়ে যায়?

ক. স্ত্রী হত্যা

খ. শিশু হত্যা

গ. পারিবারিক শৃঙ্খলা

ঘ. পারিবারিক শান্তি

\হসঠিক উত্তর: ক. স্ত্রী হত্যা।

৩৬. কীভাবে যৌতুক প্রতিরোধ করা যায়?

ক. যৌতুক কম পরিমাণে দিয়ে

খ. যৌতুকবিরোধী মনোভাবের মাধ্যমে

গ. বিবাহবিচ্ছেদ ঘটিয়ে

ঘ. বরপক্ষের কাছে ক্ষমা চেয়ে

\হসঠিক উত্তর: খ. যৌতুকবিরোধী মনোভাবের মাধ্যমে।

৩৭. যৌতুক প্রথার কুফলমুক্ত হতে আমাদের প্রধান কর্তব্য কী?

ক. সচেতনতা সৃষ্টি করা

খ. প্রতিবাদ করা

গ. মামলা দায়ের করা

ঘ. আইন প্রণয়ন করা

সঠিক উত্তর: ক. সচেতনতা সৃষ্টি করা

অধ্যায়-১১

১। চীনে স্বায়ত্তশাসিত অঞ্চল কয়টি?

ক. ৩ খ. ৫

গ. ৭ ঘ. ৯

সঠিক উত্তর: খ. ৫।

২। ভারতের দক্ষিণে কোন মহাসাগর অবস্থিত?

ক. প্রশান্ত মহাসাগর

খ. আটলান্টিক মহাসাগর

গ. ভারত মহাসাগর

ঘ. উত্তর আটলান্টিক মহাসাগর

\হসঠিক উত্তর: গ. ভারত মহাসাগর

৩। চীন এশিয়ার কোন অংশে অবস্থিত?

ক. দক্ষিণ-এশিয়ায়

খ. পূর্ব-এশিয়ায়

গ. উত্তর-পূর্ব এশিয়ায়

ঘ. দক্ষিণ-পূর্ব এশিয়ায়

সঠিক উত্তর: খ. পূর্ব-এশিয়ায়।

৪। অজন্তা পর্বতগুহার চিত্রকর্ম কোথায় দেখা যায়?

ক. ভারতে

খ. জাপানে

গ. চীনে

ঘ. মালয়েশিয়ায়

সঠিক উত্তর: ক. ভারতে।

৫। বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক নির্ভর করে দেশগুলোর কিসের ভিত্তিতে?

ক. নৈকট্যের ভিত্তিতে

খ. দূরত্বের ভিত্তিতে

গ. অভিন্ন লক্ষ্যের ভিত্তিতে

ঘ. অর্থনীতির ভিত্তিতে

সঠিক উত্তর: গ. অভিন্ন লক্ষ্যের ভিত্তিতে।

৬। অনুচ্ছেদে এশিয়ার কোন দেশটির কথা বলা হয়েছে?

ক. চীন খ. ভারত

গ. জাপান ঘ. মালয়েশিয়া

সঠিক উত্তর: খ. ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে