বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা প্রথম পত্র

সজীব বৃক্ষের কী আছে?
শাদমান শাহিদ, প্রভাষক আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ ব্রাহ্মণবাড়িয়া।
  ২০ জানুয়ারি ২০২০, ০০:০০
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা প্রথম পত্র
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা প্রথম পত্র

আজ তোমাদের জন্য বাংলা প্রথম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

জীবন ও বৃক্ষ

মোতাহের হোসেন চৌধুরী

৪. উদ্দীপকের ভাবার্থ নিচের কোন বাক্যে প্রকাশ পেয়েছে?

ক. বৃক্ষের সাধনায় যেমন একটা ধীরস্থির ভাব পাওয়া যায়, মানুষের সাধনায়ও তেমনি।

খ. বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয়, প্রশান্তির ইঙ্গিত।

গ. যা তার প্রাপ্তি তাই তার দান।

ঘ. নীরব ভাষার বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায়।

সঠিক উত্তর : গ. যা তার প্রাপ্তি তাই তার দান।

৫. কেমন মানুষে সংসার পরিপূর্ণ?

ক. স্বপ্নপ্রাণ

খ. মহৎপ্রাণ

গ. ছায়া

ঘ. সৌন্দর্য

সঠিক উত্তর : ক. স্বপ্নপ্রাণ

৬. লেখকের মতে, সজীব বৃক্ষের কী আছে?

ক. প্রাণ

খ. বৃদ্ধি

গ. ছায়া

ঘ. সৌন্দর্য

সঠিক উত্তর : খ. বৃদ্ধি

৭. 'বুদ্ধির মুক্তি' আন্দোলনের যুগান্তকারী নেতা হিসেবে খ্যাত কে?

ক. কাজী আবদুল ওদুদ

খ. প্রমথ চৌধুরী

গ. কাজী নজরুল ইসলাম

ঘ. মোতাহের হোসেন চৌধুরী

সঠিক উত্তর : ঘ. মোতাহের হোসেন চৌধুরী

৮. জীবনের মানে কী?

ক. বেঁচে থাকা

খ. স্বাধীনতা

গ. বৃদ্ধি

ঘ. প্রতিপত্তি

সঠিক উত্তর : গ. বৃদ্ধি

৯. নদীর গতি কেমন নয়?

ক. জটিল

খ. সহজ

গ. সর্পিল

ঘ. সোজা

সঠিক উত্তর : খ. সহজ

১০. কার সার্থকতার ছবি আমরা উপলব্ধি করতে পারি?

ক. মনুষ্যত্বের

খ. জীবের

গ. বৃক্ষের

ঘ. নদীর

সঠিক উত্তর : গ. বৃক্ষের

১১. কিসে আত্মার উন্নতি হয় না?

ক. সঙ্গীতে

খ. সাহিত্য সাধনায়

গ. বস্তু জিজ্ঞাসায়

ঘ. চিত্রকলায়

সঠিক উত্তর : গ. বস্তু জিজ্ঞাসায়

১২. প্রকৃতির ধর্মের সাথে সাদৃশ্যপূর্ণ ধর্ম কোনটি?

ক. জীবের ধর্ম

খ. প্রাণের ধর্ম

গ. মানুষের ধর্ম

ঘ. সৌন্দর্যের ধর্ম

সঠিক উত্তর : গ. মানুষের ধর্ম

১৩. কিসের ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস?

ক. বিকাশ

খ. সাধনা

গ. পরিপূর্ণতা

ঘ. মানবিকতা

সঠিক উত্তর : খ. সাধনা

১৪. 'বস্তুজিজ্ঞাসা' অর্থ কী?

ক. বস্তু জগৎ

খ. বাস্তব প্রশ্ন

গ. বস্তুজগতের রহস্য উন্মোচন-অন্বেষা

ঘ. বস্তু সম্পর্কে প্রশ্ন করা

সঠিক উত্তর : গ. বস্তুজগতের রহস্য উন্মোচন-অন্বেষা

১৫. 'জরঢ়বহবংং রং ধষষ' কার মুখে শুনতে পাওয়া যায়?

ক. জনৈক ইংরেজ মনীষীর

খ. জন মিল্টনের

গ. মহাকবির

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুরের

সঠিক উত্তর : গ. মহাকবির

১৬. বৃক্ষের বৃদ্ধির ইশারার সঙ্গে কিসের ইঙ্গিত রয়েছে?

ক. সৌন্দর্যের

খ. লাভবান হওয়ার

গ. প্রশান্তির

ঘ. সমৃদ্ধির

সঠিক উত্তর : গ. প্রশান্তির

১৭. মোতাহের হোসেন চৌধুরী আদর্শের অনুসারী ছিলেন-

র. মুক্তবুদ্ধির রর. ধর্মীয় মূল্যবোধের ররর. মানবপ্রেমের

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : খ. র ও ররর

১৮. সমাজের কাজ হলো-

র. টিকে থাকার সুবিধা দেয়া

রর. মানুষকে বড় করে তোলা

ররর. জীবনকে ফলভারে নত করে দেয়া

নিচের কোনটি সঠিক?

ক. র খ. র ও রর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : খ. র ও রর

১৯. বিকৃত বুদ্ধির মানুষের প্রধান দেবতা কী?

ক. শক্তি

খ. ক্ষমতা

গ. ক্রোধ

ঘ. অহংকার

সঠিক উত্তর : ঘ. অহংকার

২০. 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধ কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে?

ক. সংস্কৃতি কথা

খ. সভ্যতা

গ. সুখ

ঘ. চার ইয়ারির কথা

সঠিক উত্তর : ক. সংস্কৃতি কথা

২১. 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে উলিস্নখিত অহংকারগুলো হলো-

র. ব্যক্তিগত অহংকার

রর. পারিবারিক অহংকার

ররর. জাতিগত অহংকার

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে