মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এখনো অনিশ্চিত ভালোবাসা দিবসের চলচ্চিত্র

মাসুদুর রহমান
  ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০
পরাণ চলচ্চিত্রের একটি দৃশ্য

উৎসবের আমেজে প্রতি বছর বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পায় নতুন নতুন চলচ্চিত্র। প্রতি বছরের বিশেষ এ দিনে মুক্তির তালিকায় থাকে তারকাবহুল বিগ বাজেটের চলচ্চিত্র। তবে এবারের চিত্র একেবারেই ভিন্ন। ভালোবাসা দিবসে নেই কোনো নতুন চলচ্চিত্র। বছর শুরুতে একাধিক চলচ্চিত্রের মুক্তির কথা শোনা গেলেও অনিশ্চিত দেখা দিয়েছে ফেব্রম্নয়ারিতে এসে। করোনাকালীন অন্যান্য বিশেষ দিবসের মতো চলচ্চিত্র শূন্যতায় পার হবে এবারের ভালোবাসা দিবস। তবে প্রযোজক ও পরিবেশক সমিতির তথ্যমতে, চলতি মাসে মুক্তির তালিকায় রয়েছে তিনটি চলচ্চিত্র। এ তিনটির কোনোটিই ভালোবাসা দিবসের জন্য নয়।

গেল বছরে আলোচনায় থাকা থ্রিলার চলচ্চিত্র 'ক্যাসিনো' মুক্তির কথা ছিল আসছে ভালোবাসা দিবসে। সৈকত নাসির পরিচালিত এই ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব ও শবনম বুবলী। বিগ বাজেটের সিনেমা ও নতুন এই জুটি নতুন বছরে চমক দেখাবেন বলেই আশা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন নিরব, বুবলী, তাসকিন প্রমুখ। ভালোবাসা দিবসে মুক্তির সম্ভাবনায় ছিল রায়হান রাফি পরিচালিত চলচ্চিত্র 'পরান'। এতে কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ, ইয়াশ রোহান ও মিম। গেল বছরের শেষে জানা গিয়েছিল ভালোবাসা দিবসে মুক্তির টার্গেটেই চলচ্চিত্রটি প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ফেব্রম্নয়ারির এই সময়ে এসে কোনো তোড়জোড় নেই চলচ্চিত্রটি নিয়ে। করোনার কারণে এই সময়ে 'ক্যাসিনো' ও 'পরান' কোনোটিই মুক্তির বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। চলচ্চিত্র দুটির সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও ভালোবাসা দিবসে মুক্তির বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, 'এখন পর্যন্ত কোনো আবেদন নেই। মুক্তির জন্য অনেকগুলো চলচ্চিত্র প্রস্তুত থাকলেও ভালোবাসা দিবসের জন্য কোনো সাড়া পাচ্ছি না। তবে সময় আছে হয়তো এর মধ্যে আবেদন আসতেও পারে।'

গেল বছরের ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তির তালিকায় ছিল শাকিব খান অভিনীত 'বীর', আশরাফ শিশির পরিচালিত 'আমরা একটি সিনেমা বানাব' এসডি রুবেলের 'বৃদ্ধাশ্রম' এবং রফিক শিকদারের 'হৃদয় জুড়ে'। কিন্তু শেষমেষ মুক্তি পেয়েছিল কেবল একটি মাত্র চলচ্চিত্র 'বীর'। কাজী হায়াত পরিচালিত এ চলচ্চিত্রটি দেশের ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এবার একটিও নয়। তবে কী এবার চলচ্চিত্র শূন্যতায় বিশেষ এ দিনটি পার হবে? এমন প্রশ্নের জবাবে খসরু বলেন, 'আসলে কারোনার কারণে তো আমাদের অনেক বড় বড় উপলক্ষ বা বিশেষ দিন নীরবে চলে গেছে। ঈদের বড় দুটি উৎসব, দুর্গাপূজাসহ কয়েকটি বিশেষ দিন পার হয়েছে চলচ্চিত্র ছাড়া। এখন জানি না ভালোবাসা দিবসে কেমন হবে।'

প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মিয়াঁ আলাউদ্দিন বলেন, 'চলতি মাসে তিনটি চলচ্চিত্র মুক্তির তালিকায় লিপিবদ্ধ হয়েছে। এর মধ্যে ৫ ফেব্রম্নয়ারি 'রংবাজী', ১২ ফেব্রম্নয়ারি 'নারী শক্তি' ও ১৯ ফেব্রম্নয়ারি 'পাগলের জন্য ভালোবাসা'। এ তিনটির কোনোটিই ভালোবাসা দিবসের জন্য নয়।

ভালোবাসা দিবসের চেয়ে গুরুত্বপূর্ণ বিশেষ দিন, ঈদের মতো বড় উৎসব পার হয়েছে চলচ্চিত্র ছাড়া। এমনিতেই চলচ্চিত্রের অবস্থা ভালো যাচ্ছিল না তার মধ্যে করোনা এসে মন্দাবস্থা আরেকটু বেড়ে গেছে। ভালো মানের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণ না হলেও দর্শক সংকট থেকে যাবে। আর হলে দর্শক না এলে সিনেমা হল টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে। তবে হল টিকিয়ে রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।'

করোনার কারণে গত বছরটি চলচ্চিত্রের জন্য ভালো না গেলেও চলতি বছরটি ভালো যাবে বলে আশা ব্যক্ত করে মিয়া আলাউদ্দিন বলেন, 'গত বছরটি ভালো না গেলেও এ বছরটি ভালো যাবে বলে আমি মনে করি। গত বছরের কয়েক মাস সিনেমা হল বন্ধ ছিল কিন্তু চলতি বছরে তেমন কোনো সম্ভাবনা নেই। এছাড়া অনেকগুলো চলচ্চিত্র প্রস্তুত রয়েছে মুক্তির জন্য। কিন্তু প্রযোজকরা লোকসানের ভয়ে মুক্তির সাহস করছে না। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে সবকিছু।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে