বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

পাঁচ বছর পর ন্যান্সি

বিনোদন রিপোর্ট
  ১৫ জুন ২০২১, ০০:০০
পাঁচ বছর পর ন্যান্সি

পাঁচ বছর পর আবারও শাকিবের সিনেমায় গান করলেন কণ্ঠশিল্পী ন্যান্সি। 'অন্তরাত্মা' শিরোনামের গানটিতে ন্যান্সির সঙ্গে কণ্ঠ দিয়েছেন সমরজিৎ রায়। রাজধানীর একটি স্টুডিওতে ন্যান্সি-সমরজিতের গাওয়া 'রাখি যত্নে সারাদিন' শিরোনামে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এ সময় ন্যান্সি-সমরজিৎ ছাড়াও ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন উপস্থিত ছিলেন। গানটি প্রসঙ্গে ন্যান্সি বলেন, 'বিয়ের পর দম্পতির মধ্যে সাংসারিক বিভিন্ন ঘটনায় সাজানো গানটি। গানটি করে খুব ভালো লেগেছে।'

এদিকে এ গানের মাধ্যমে প্রথমবার ঢাকাই ছবিতে পেস্নব্যাক করলেন সমরজিৎ রায়। সমরজিৎ বলেন, এটিই আমার গাওয়া প্রথম বাংলাদেশি পেস্নব্যাক। অপেক্ষায় ছিলাম খুব ভালো একটি গানের মধ্য দিয়েই যেন বাংলাদেশের চলচ্চিত্রের গান শুরু করতে পারি। 'অন্তরাত্মা'র প্রযোজক ড. সোহানী হোসেন আপার কাছে চিরকৃতজ্ঞ থাকব। কারণ উনি আমাকে চমৎকার একটি গান করার সুযোগ দিয়েছেন। আশা করছি গানটি সবার ভালোই লাগবে।'

'রাখি যত্নে সারাদিন' গানটির কথা লিখেছেন ঋতম সেন। সুর-সংগীত করেন ভারতের সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে