শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছোট পর্দার অনুষ্ঠানমালা

নতুনধারা
  ১৮ মে ২০২২, ০০:০০

নাগরিক টিভিতে সপ্তাহের প্রতি শনি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'বউ বিরোধ'। মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এতে অভিনয় করছেন চিত্রলেখা গুহ, নাদিয়া আহমেদ, ফারজানা ছবি, রওনক হাসান, নাদিয়া, শফিক খান দিলু, হায়দার, শিামীম আহমেদ, হাসান মাসুদ, ডন, নিলা, আসিক, মাহা প্রমুখ।

আরটিভিতে সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'আরশিনগর'। মানস পালের রচনা ও মজিবুল হক খোকনের পরিচালনায় এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, আখম হাসান, নাদিয়া আফরিন মিম, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, মনিরা মিঠু, তারিক স্বপন, জামিল, মিহি প্রমুখ।

বৈশাখী টেলিভিশনে সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ ও ১১টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'জমিদার বাড়ী'। টিপু আলম মিলনের গল্পে নাটকটি পরিচালনা করছেন সাজ্জাদ হোসেন দোদুল। অভিনয় করেছেন মনোজ সেনগুপ্ত, শম্পা রেজা, আ খ ম হাসান, নাদিয়া মীম, শিল্পী সরকার অপু, সুব্রত, শাহনূর বেগম ও মোমেনা চৌধুরী প্রমুখ।

মাছরাঙা টিভিতে আজ রাত ৯টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক 'অদল বদল'। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সোহেল রানা ইমন। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, নাদিয়া আহমেদ, ফারহানা মিলি, নীলাঞ্জনা নীলা, ডা. এজাজ, তারিক স্বপন প্রমুখ।

এনটিভিতে সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'ফ্রেন্ড বুক'। মাতিয়া বানু শুকুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন গৌতম কৈরী। এতে অভিনয় করেছেন তাসনুভা তিশা, ইরফান সাজ্জাদ, মীম চৌধুরী, খায়রুল বাশার, ইমতিয়াজ বর্ষণ, ফারাহ নানজিবা তোরসা, শামীমা নাজনীন, শিল্পী সরকার অপু, হিন্দোল রায় প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে