বুধবার, ২২ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

চলচ্চিত্রে ফিরছেন জ্যেষ্ঠ তারকারা

ম মাসুদুর রহমান
  ১৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
'ফিরে দেখা' চলচ্চিত্রের একটি দৃশ্যে রোজিনা ও ইলিয়াস কাঞ্চন

একসময় প্রেক্ষাগৃহে নতুন চলচ্চিত্র মুক্তি পেলেই দেখা মিলত তাদের। অভিনয়ের মুগ্ধতা ছড়িয়ে জায়গা করে নিতেন কোটি দর্শকের হৃদয়ে। একের পর এক চলচ্চিত্রে ব্যস্ত রাখতেন নিজেদের। সিনেপাড়া দাপিয়ে বেড়ালেও এখন দেখা নেই পর্দা কাঁপানো সেইসব নায়ক-নায়িকার। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নতুনের আগমনে কদর কমেছে তাদের। অভিনয়ের প্রবল ইচ্ছে থাকলেও নানা কারণে ফেরা হয় না লাইট-ক্যামেরা-অ্যাকশনে। তবে সম্প্রতি নতুন উদ্যমে জ্যেষ্ঠ তারকার অনেকেই ফিরেছেন অভিনয়ে। এতে চলচ্চিত্রেও যেমন প্রাণচাঞ্চল্য ফিরেছে তেমনই আগ্রহ বাড়ছে দর্শক মহলেও।

'ফিরে দেখা' দিয়েই দীর্ঘ ১৪ বছর পর আবারও লাইট ক্যামেরার ঝলমলে দুনিয়ায় ফিরেছেন একসময়ের সাড়া জাগানো অভিনেত্রী রোজিনা। মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে সরকারি অনুদানের 'ফিরে দেখা' চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রটি পরিচালনাও করেছেন রোজিনা। সেই সঙ্গে কাহিনীকার ও প্রযোজক হিসেবেও রয়েছেন এই চলচ্চিত্রের সঙ্গে। রোজিনা বলেন, 'অভিনয় করেই মানুষের ভালোবাসা অর্জন করেছি। তাই অভিনয় আমাকে খুব বেশি টানে। চেষ্টা করেছি একটি সাবলীল পরিবেশের মধ্য দিয়েই এর কাজ সম্পন্ন করার।' একই চলচ্চিত্রের মাধ্যমে দীর্ঘ প্রায় তিন বছর পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এর আগে ইফতেখার চৌধুরী পরিচালিত ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত 'বিজলী' চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। 'ফিরে দেখা' চলচ্চিত্রে রোজিনার বিপরীতে দেখা যাবে তাকে। ইতোমধ্যে চলচ্চিত্রটির শুটিং শেষ হয়ে মুক্তির অপেক্ষায়। চলতি বছরের ডিসেম্বরে মুক্তির সম্ভাবনায় রয়েছে ইলিয়াস কাঞ্চন-রোজিনার 'ফিরে দেখা'।

চিত্রনায়ক রুবেলের অ্যাকশনের ভক্ত নন, বাংলা চলচ্চিত্রে বোধহয় এমন দর্শক খুঁজে পাওয়া যাবে না। দীর্ঘ সময় ধরে রুপালি পর্দার বাইরে থাকলেও এখনো তাকে ভোলেননি ভক্তরা। অবশেষে বিশেষ চমক হয়ে ফিরছেন এই নায়ক। অনন্ত জলিল-বর্ষা জুটির নতুন চলচ্চিত্র 'কিল হিম'-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রুবেলকে। সম্প্রতি এই চলচ্চিত্রের মহরতে এমনটাই জানিয়েছেন নির্মাতা মোহাম্মদ ইকবাল। দীর্ঘদিন ধরে সিনে পর্দায় নেই চিত্রনায়িকা পূর্ণিমা। 'জ্যাম' ও 'গাঙচিল' নামে দুটি চলচ্চিত্রের কাজ অনেক আগে শেষ হলেও মুক্তির দেখা নেই। চলচ্চিত্র দুটি আলোর মুখ দেখলে দীর্ঘদিন পর দেখা মিলবে এই অভিনেত্রীর। তবে এরই মধ্যে পূর্ণিমা চুক্তিবদ্ধ হয়েছেন নতুন একটি চলচ্চিত্রে। নাম 'আহারে জীবন'। সরকারি অনুদানের এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন ছটকু আহমেদ। এর মধ্য দিয়ে ক্যারিয়ারে প্রথম অনুদানের চলচ্চিত্রে যুক্ত হলেন পূর্ণিমা। আগামী ১৬ অক্টোবর থেকে এর শুটিং শুরু হবে। একই চলচ্চিত্রে অভিনয় করবেন 'চাঁপাডাঙ্গার বউ' খ্যাত নায়িকা অরুণা বিশ্বাস। অবশ্য গত ঈদুলফিতরে মুক্তি প্রাপ্ত 'শান' চলচ্চিত্রে দেখা গেছে এই অভিনেত্রীকে। মুক্তির অপেক্ষায় আছে তার নিজের পরিচালিত সরকারি অনুদানের 'অসম্ভব' চলচ্চিত্র। এতেও অভিনয় করেছেন অরুণা বিশ্বাস। জাহিদ হোসেন পরিচালিত 'সোনার চর' চলচ্চিত্রের মাধ্যমে দীর্ঘদিন পর একসঙ্গে অভিনয় করেন তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। গত বছরে এর শুটিং হলেও শেষ হয়নি এর কাজ। ঢালিউডের একসময়ের আলোচিত চিত্রনায়িকা একা। নব্বই দশকের দিকে একের পর এক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিলেও হঠাৎ করেই দূরে চলে যান তিনি। অনেক বছর ধরেই পর্দায় দেখা মেলেনি পর্দা কাঁপানো এই নায়িকার। তবে তিনি আবারো ফিরছেন। এবার হিরো আলমের নায়িকা হিসেবে পর্দায় আসছেন একা। 'নাম্বার ওয়ান হারামি' নামের এ চলচ্চিত্রে হিরো আলমের বিপরীতে অভিনয় করবেন এই নায়িকা। বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই। শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'বীরত্ব'। এর মাধ্যমে দীর্ঘদিন পর রুপালি পর্দায় দেখা মিলেছে চিত্রনায়িকা নিপুণের। এতে তিনি পতিতার চরিত্রে অভিনয় করেছেন। এর আগে চলতি বছরের মে মাসে 'ভাগ্য' চলচ্চিত্রের জন্য ক্যামেরার সামনে দাঁড়ান নিপুণ। 'ভাগ্য' পরিচালনা করছেন মাহবুবুর রহমান। নব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা মুনমুন। অল্প সময়ের মধ্যে ব্যবসা সফল ও প্রশংসিত কিছু চলচ্চিত্র উপহার দিয়েছেন। হয়েছেন আলোচিত-সামলোচিত দুটোই। হাতেগনা কয়েকটি চলচ্চিত্রের পর পরই দেশের বাইরে চলে যান এই অভিনেত্রী। এরপর কেটে গেছে প্রায় বিশ বছর। ঢাকার চলচ্চিত্রে আর দেখা যায়নি মুনমুনকে। দীর্ঘ বিরতি শেষে আবারও ফিরছেন এই চিত্রনায়িকা। চেষ্টা করছেন নতুন উদ্যমে। সেই প্রচেষ্টার তালিকায় নতুন চলচ্চিত্র 'রাগী'। এতে তাকে দেখা যাবে খলনায়িকার ভূমিকায়। সম্প্রতি সিনেমাটির পোস্টার প্রকাশ হয়েছে। সেখানে ছুরি হাতে রাগী মুডে দেখা গেছে নায়িকাকে। মুনমুন বলেন, 'এটা 'হাওয়া'র মতো সিনেমা না, আবার শাকিব খানের অ্যাকশন সিনেমাও নয়। এটা চলচ্চিত্রে নতুন একটি ধারা তৈরি করবে বলে আমার বিশ্বাস। এখানে আমি আমার মতো করে নিজের সেরাটা দিয়ে অভিনয় করতে চেষ্টা করেছি।' আগামী অক্টোবরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'রাগী'। চলচ্চিত্রের ক্যারিয়ারের শুরুটা ছিল ছক্কা হাঁকিয়ে। মাঝে খেই হারিয়ে তারকাদু্যতি ম্স্নান হলেও আবার নিজেকে ফিরে পেতে চেষ্টা করছেন চিত্রনায়িকা কেয়া। গত জুন মাসে 'জল জোসনা' চলচ্চিত্রের জন্য ক্যামেরার সামনে আসেন তিনি। নব্বই দশকের একটি সত্য ঘটনা অবলম্বনে দুই গ্রামের ডাকাতদের ঘিরেই এই চলচ্চিত্রের গল্প। পরিচালনা করছেন মেহেদী হাসান। এতে কেয়ার সঙ্গে জুটি বেঁধেছেন অর্ণব অন্তু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে