শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেলিপাড়ায় ঈদের আমেজ

মাসুদুর রহমান
  ১৯ মার্চ ২০২৩, ০০:০০
'এসো হাতটা বাড়াও' নাটকের একটি দৃশ্য

এখনো রোজা শুরু হয়নি। ঈদের অনেক দিন বাকি। সময় অনেক হাতে থাকলেও এরই মধ্যে মুখর হয়ে উঠেছে নাটকপাড়া। লাইট-ক্যামেরা-অ্যাকশনে ভরে উঠেছে শুটিং স্পটগুলো। শুটিং, ডাবিংয়ে ব্যস্ত হয়ে পড়ছেন অভিনয়শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা। ভোর থেকে রাত পর্যন্ত চলছে ঈদের কাজ। সময় বাড়ানোর সঙ্গে সঙ্গে কাজের গতিও বাড়ছে। শেষ মুহূর্তে এসে তড়িঘড়ি এড়াতে অনেকে ঈদের নাটকের কাজ শুরু করেন কয়েক মাস আগেই। চ্যানেলের সঙ্গে যোগাযোগ, গল্প নির্বাচন, শুটিং স্পট নির্ধারণ, শিল্পী বাছাই ও তাদের সিডিউল মেলানো কঠিন হওয়ায় ঢের সময় হাতে নিয়ে নির্মাতা শুরু করেন নাটকের শুটিং। বরাবরের মতো এবারের ঈদেও বিভিন্ন টিভি চ্যানেল ও ইউটিউবে প্রচারিত হবে কয়েক শত নাটক। আর এসব নাটকে নিয়মিত অভিনয়শিল্পীদের পাশাপাশি অনিয়মিত ও পুরনো শিল্পীদেরও দেখা মিলবে। ধারাবাহিক নাটকের নিয়মিত শিল্পীরাও এখন কাজ করছেন ঈদের নাটকে। সেই সঙ্গে ঈদের নাটকে দেখা যাবে কিছু চলচ্চিত্রশিল্পীদেরও। তারই ধারাবাহিকতায় চলচ্চিত্রের খল অভিনেতা মিশা সওদাগর অভিনয় করেছেন ঈদের ৭ পর্বের একটি নাটকে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ছোট ও বড় পর্দার একঝাঁক অভিনয় শিল্পী নিয়ে সাত পর্বের এই নাটক নির্মাণ করেছেন হাসান জাহাঙ্গীর। থ্রিলার এবং সাসপেন্সভিত্তিক গল্পের এই নাটকের নাম 'সিঁড়ি'। নাটকে আরও অভিনয় করেছেন কাজী হায়াত, হাসান জাহাঙ্গীর, নিঝুম রুবিনা, মারুফ, আইভি নুর, নাদের খান, শাহিন, নিথর মাহবুব, সেলিমসহ অনেকে। ঈদুল ফিতরে বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি। গুণী অভিনেতা, নাট্যকার ও নাট্যপরিচালক আবুল হায়াত ঈদের জন্য এক ঘণ্টার একটি নাটক পরিচালনা করেছেন। নাম 'ওলট-পালট'। রাবেয়া খাতুনের গল্প থেকে এই নাটকটি নির্মিত হয়েছে। গল্পের নাট্যরূপ দিয়েছেন আবুল হায়াত। এতে অভিনয় করেছেন জাকিয়া বারি মম, রওনক হাসান, শিরীন আলম, মাহমুদ, তূর্য। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত। আবুল হায়াত বলেন, 'নাটকের গল্পটি চমৎকার। ঈদের জন্য নাটকটি বানিয়েছি। আমি সব সময় চেষ্টা করি ভালো গল্প ও যত্ন নিয়ে নাটক বানাতে। এবারও তাই করেছি।' নাটকটি আসছে ঈদে চ্যানেল আইতে প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিনয়ের সব মাধ্যমে ব্যস্ততা থাকলেও আসন্ন ঈদুল ফিতরের নাটকেও সময় দিচ্ছেন অভিনেতা মোশাররফ করিম। ইতোমধ্যে একাধিক ঈদের নাটকের শুটিং শেষ করেছেন। সম্প্রতি 'ঢোল মজিদ' নামে ঈদের নাটকের শুটিং শেষ করেছেন। নাটকটি নির্মাণ করেছেন সোহেল হাসান। মোশাররফ করিম বলেন, 'এবার ঢুলি চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন। আমার বিশ্বাস নাটকটি ঈদের আনন্দ আরও কিছুটা বাড়িয়ে দেবে।' এছাড়া আগামী ঈদুল ফিতরে তার অভিনীত একাধিক ওয়েব সিরিজের দ্বিতীয় সিকু্যয়াল প্রচার হবে। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি নতুন তিনটি নাটকের শুটিং শেষ করেছেন। এর মধ্যে দুটির নাম হচ্ছে 'আপনারা আমাকে শুনুন' ও 'ত্রিভুজ'। তৃতীয় নাটকটির নাম এখনো ঠিক করা হয়নি। ঈদের জন্য নির্মিত হয়েছে রোমান্টিক ও কমেডি গল্পে একক নাটক 'অজ্ঞান প্রেমিক'। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নতুন প্রজন্মের দুই অভিনয়শিল্পী সাগর আহমেদ ও মেহের কামাল মিম। নাটকটি রচনা করেছেন চয়ন দেব এবং পরিচালনায় ছিলেন আতিফ ইসলাম বাবলু। এরই মধ্যে ঈদের জন্য নির্মিত একাধিক নাটকের শুটিং করেছেন এ প্রজন্মের অভিনেত্রী সাদিয়া আয়মান। এর মধ্যে রয়েছে জামাল মলিস্নকের 'মুখোমুখি যদি একদিন', সীমান্ত সজলের 'ঘুমন্ত পাখি', পথিক সাধনের 'কষ্টের নাম মায়া', চয়নিকার 'জল তরঙ্গ', মারুফ হোসেন সজীবের 'বাবুই পাখির বাসা', মনিরুজ্জামান প্রত্যয়ের 'গুলাইল'সহ আরও কয়েকটি নাটক। নাটকগুলোতে তার সহশিল্পী সজল, খায়রুল বাশার, তৌসিফ মাহবুব, ইয়াশ রোহানসহ আরও বেশ কয়েকজন তারকাভিনেতা। ২০ মার্চ থেকে তিনি রুবেল আনুশের পরিচালনায় 'আদম হাওয়া' নাটকের কাজ শুরু করবেন। 'আজ আমাদের ছুটি' নামক ঈদুল ফিতরের একটি নাটকে অভিনয় করলেন অভিনয় শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। নাটকটির রচনা ও পরিচালনা করছেন রাজীবুল ইসলাম রাজীব। অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম, রওনক হাসান, সাজু খাদেম, নাজনীন হাসান চুমকিসহ অনেকে। নাটকটি প্রচারিত হবে চ্যানেল আইয়ে। শিল্পীসংঘের সভাপতি নাসিম বলেন, 'আমরা সবাই 'আজ আমাদের ছুটি' নাটকটিতে অভিনয় করছি একটা মানবিক উদ্দেশ্য থেকে। এই নাটক হতে প্রাপ্ত সবার শিল্পী সম্মানী অভিনয় শিল্পী কল্যাণ তহবিলে প্রদান করা হবে।' গেল কোরবানির ঈদে ক্যারিয়ারের সর্বাধিক ১০টি নাটকে দেখা যায় সামিরা খান মাহিকে। সেগুলোর জন্যও দারুণ সাড়াও পেয়েছেন। আসছে ঈদের জন্যও কাজ করছেন তিনি। সম্প্রতি টানা ৪টি নাটকের শুটিং করেছেন সামিরা মাহি। এর মধ্যে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, মাহমুদ মাহিনসহ একাধিক নির্মাতার নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়া মাইদুল রাকিব পরিচালিত 'কাল থেকে শুরু' নাটকে প্রথমবারের মতো জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে অভিনয় করছেন মাহি। ওসমান মিরাজ পরিচালিত একটি নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীরের বিপরীতে। টেলিভিশন নাটকের নতুন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন ঈদের নাটক নিয়ে। আসছে ঈদের জন্য নতুন একটি নাটকের শুটিং করলেন তিনি। নাটকের নাম 'এসো হাতটা বাড়াও'। এ নাটকের মধ্য দিয়ে প্রথমবার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে জুটি বাঁধলেন তটিনী। গোলাম সারোয়ার অনিকের গল্পে এটি পরিচালনা করেছেন মেহেদি হাসান জনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে