রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

আলোর মুখে '১৯৭১ সেইসব দিন'

বিনোদন রিপোর্ট
  ৩১ মে ২০২৩, ০০:০০
আলোর মুখে '১৯৭১ সেইসব দিন'
ট্রেইলার প্রদর্শনী অনুষ্ঠানে হৃদি হক ও ফেরদৌস আহমেদ

অবশেষে মুক্তির তারিখ চূড়ান্ত হলো হৃদি হক পরিচালিত সরকারি অনুদানের '১৯৭১ সেইসব দিন' সিনেমার। আগামী ১৮ আগস্ট মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনেকটা আনন্দঘন পরিবেশে বাবা ডক্টর ইনামুল হকের জন্মদিনে ছবিটির পোস্টার উন্মোচন ও ট্রেইলার প্রদর্শনী করলেন নির্মাতা হৃদি হক। অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের উপস্থাপনায় লাকী ইনাম, আবুল হায়াত, মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, চিত্রনায়ক ফেরদৌস, মৌসুমী হামিদ, সোনিয়া হোসেইন, অর্ষা, সানজিদা প্রীতি প্রমুখ।

টেইলার উন্মোচন শেষে কথামালা ও স্মৃতিচারণে ড. ইনামুল হককে স্মরণ করে বক্তারা বলেন, নাটকের মাধ্যমে উন্নত ও মানবিক সমাজ গঠনের কথা বলেছেন ডক্টর ইনামুল হক। শিক্ষকতার পাশাপাশি নাটকে নিবেদিত প্রাণ এই মানুষটি সব সময় মানুষে মানুষে সম্প্রীতির কথা বলেছেন। নাটকের সমৃদ্ধি ও বিকাশে ইনামুল হকের ছিল প্রশংসনীয় ভূমিকা। সিনেমার চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন হৃদি হক নিজেই। এই সিনেমাতে হৃদি অভিনয় করেছেন বীথি চরিত্রে। তার বিপরীতে ফেরদৌস অভিনয় করেছেন সঞ্জু নামক একজন শিক্ষকের চরিত্রে। মডেল, অভিনেত্রী, উপস্থাপক সোনিয়কে এই সিনেমার একটি গানে একেবারেই ভিন্ন রূপে দেখা যাবে।

হৃদি হক বলেন, 'যেহেতু আব্বুর জন্মদিন আজ। তাই আমাদের সিনেমা ১৮ আগস্ট মুক্তির জন্য প্রস্তুত হলেও আমরা আব্বুকে নিবেদন করেই তারই জন্মদিনে সংবাদ সম্মেলনটি করেছি, যাতে অনুভবে-শ্রদ্ধা ভালোবাসায় আমরা তাকে পাই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে