অনেকটা আনন্দঘন পরিবেশে আজ পর্দা উঠছে 'বিশ্বসেরা ত্রয়ী চলচ্চিত্র উৎসব ২০২৩'-এর। গত ১২৮ বছরে নির্মিত বিশ্বসেরা ত্রয়ী চলচ্চিত্রগুলোর মধ্য থেকে নির্বাচিত ২০টি ত্রয়ীর ৬০টি চলচ্চিত্র নিয়ে আয়োজন করা হয়েছে। আজ বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে মুভিয়ানা ফিল্ম সোসাইটির আয়োজনে এ উৎসব শুরু হবে। দুই দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করবেন নির্মাতা মোরশেদুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিশুসাহিত্যিক ও চলচ্চিত্র সংসদকর্মী কাইজার চৌধুরী এবং ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার। এতে স্বাগত বক্তব্য দেবেন মুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। মুভিয়ানা ফিল্ম সোসাইটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্বজুড়ে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের চলচ্চিত্রিক এই কীর্তিগুলোর সঙ্গে বাংলাদেশের নিজস্ব চলচ্চিত্র চিন্তার বিকাশ গভীরভাবে সম্পর্কিত। তাই এই আয়োজন বিশ্বের সেরা চলচ্চিত্র ত্রয়ীগুলোর প্রদর্শন, প্রতিটি চলচ্চিত্র ত্রয়ী নিয়ে বিশেষ বক্তৃতা ও আলোচনার সম্মিলিত এক তৎপরতা; যা দেশের চলচ্চিত্র-সংস্কৃতির বিকাশে চলচ্চিত্রচিন্তার চর্চা ও অনুশীলনের বাতাবরণ তৈরি করবে।
চলতি বছর চলচ্চিত্রকার মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষে 'বিশ্বসেরা ত্রয়ী চলচ্চিত্র উৎসব ২০২৩'এর উদ্বোধনী ত্রয়ী চলচ্চিত্র হবে মৃণাল সেন নির্মিত 'কলকাতা ট্রিলজি'। আজ উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রদর্শিত হবে চলচ্চিত্রকার মৃণাল সেনের 'কলকাতা ট্রিলজি'র প্রথম চলচ্চিত্র 'ইন্টারভিউ'। আগামীকাল শনিবার প্রদর্শিত হবে কলকাতা ট্রিলজির অপর দুটি চলচ্চিত্র এবং মৃণাল সেনের কলকাতা ট্রিলজি নিয়ে বিশেষ বক্তৃতা 'কলকাতা ট্রিলজি: মৃণাল সেনের রাজনীতি'। আগামীকাল বেলা সাড়ে তিনটায় 'কলকাতা ৭১', বিকাল সাড়ে পাঁচটায় বিশেষ বক্তৃতা এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় 'পদাতিক'-এর প্রদর্শনী রয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি মাসের প্রথম ও শেষ সপ্তাহের শুক্র ও শনিবার এই উৎসব অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে।