শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারী তারকা টেইলর

ফের একসঙ্গে নিলয়-হিমি

বিনোদন ডেস্ক
  ০৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০
ফের একসঙ্গে নিলয়-হিমি
ফের একসঙ্গে নিলয়-হিমি

গান এবং একের পর এক রেকর্ডের মাধ্যমে বছরটি নিজের করে নিয়েছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। একের পর এক সাফল্য অর্জন করা এই সঙ্গীতশিল্পী ও অভিনেত্রীর সোনালি মুকুটে যোগ হলো আরও এক নতুন পালক। ২০২৩ সালে বিশ্বের সর্বাধিক স্ট্রিম করা সঙ্গীতশিল্পী নির্বাচিত হওয়ার পর বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস তাকে 'পারসন অব দ্য ইয়ার' হিসেবে মনোনীত করেছে। বুধবার ম্যাগাজিনটির পক্ষ থেকে বলা হয়, চলতি বছর সুইফট তার প্রায় দুই দশকের খ্যাতি ও প্রভাবের শীর্ষে পৌঁছেছেন। তিনিই প্রথম শিল্পকলার ব্যক্তি, যিনি বিনোদনদাতা হিসেবে সাফল্যের জন্য সম্মানিত হয়েছেন।

সারা বছর তাকে ঘিরে যে উন্মাদনা, এতে এমনটা হওয়ারই ছিল। পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী নারীর তালিকায় তারকা হিসেবে শীর্ষস্থানটি অর্জন করে নিলেন ৩৩ বছর বয়সি সঙ্গীততারকা টেইলর সুইফট। মঙ্গলবার এমনই ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে ম্যাগাজিনটি। সেখানে উঠে এসেছে বিভিন্ন জনপ্রিয় নারী তারকা, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বের নাম।

তালিকায় প্রথম নামটি উরসুলা ভন দের লেয়েন। ৬৫ বছর বয়সি এই বেলজিয়ান নারী ২০১৯ সাল থেকে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সামগ্রিক তালিকায় টেইলর সুইফটের অবস্থান পঞ্চম। এই মার্কিন মিউজিক সেনসেশনের সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১ দশমিক ১ বিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ১৩০ কোটি টাকারও বেশি। সুইফটের সম্পর্কে ফোর্বসে বলা হয়েছে, তিনি গত অক্টোবরে বিলিয়নিয়ার হয়েছেন। তার সম্পদ বৃদ্ধিতে বিরাট ভূমিকা রেখেছে বহুল আলোচিত 'দ্য এরাস টু্যর' (ধারাবাহিক কনসার্ট)। টেইলর সুইফটই একমাত্র সঙ্গীতশিল্পী, যিনি শুধু গান ও পারফরম্যান্স দিয়ে প্রভাবশালীর তালিকায় জায়গা করে নিয়েছেন।

১২টি গ্র্যামি অর্জন করা টেইলর সুইফট শিক্ষাক্ষেত্রে ডিপেস্নামা সম্পন্ন করেছেন। ফোর্বসে যদিও তাকে সিঙ্গেল বলা হয়েছে। তবে শোনা যাচ্ছে, বর্তমানে এই গায়িকা মার্কিন ক্রীড়া তারকা ট্রাভিস কেলসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছেন।

চমকপ্রদ ব্যাপার হলো, প্রভাবশালী নারীর তালিকায় টেইলর সুইফটের পর ৩০ পর্যন্ত কোনো বিনোদন তারকা জায়গা পাননি। ৩১তম স্থানে রয়েছেন মার্কিন টিভিব্যক্তিত্ব ও উদ্যোক্তা ওপরাহ উইনফ্রে। তার সম্পদের পরিমাণ ২ দশমিক ৮ বিলিয়ন ডলার। তারকা হিসেবে তৃতীয় এবং সামগ্রিক তালিকায় ৩৬তম স্থানে আছে গায়িকা বিয়ন্সের নাম। ৪২ বছর বয়সি এই গায়িকার সম্পদের পরিমাণ অবশ্য উলেস্নখ করা হয়নি।

এ ছাড়াও প্রভাবশালী নারীর মধ্যে আছেন- মার্কিন মিডিয়াব্যক্তিত্ব শারি রেডস্টোন (৩৭), ব্যবসায়ী ও ডিজনি এন্টারটেইনমেন্টের কো-চেয়ারম্যান ডানা ওয়াল্ডেন (৩৯), ইউনিভার্সাল পিকচারসের চেয়ারম্যান ডোনা ল্যাংলি (৫৭), অ্যামাজন স্টুডিওসের প্রধান জেনিফার সালকে (৫৮), ফক্স নিউজের বর্তমান সিইও সুজান স্কট (৬৪), ব্যবসায়ী ও মিডিয়াব্যক্তিত্ব বেলা বাজারিয়া ((৬৭), গায়িকা ও ব্যবসায়ী রিয়ানা (৭৪) এবং নাইজেরিয়ান মিডিয়া মুঘল মো আবুদু (৯৮)। এ ছাড়া বিশ্বজুড়ে জনপ্রিয় নারী পুতুল চরিত্র বার্বিকে রাখা হয়েছে তালিকার শেষ তথা ১০০তম স্থানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে