শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

নলডাঙ্গার সাবেক পৌর মেয়র মনির গ্রেপ্তার

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
  ১০ মে ২০২৫, ১৬:২৫
নলডাঙ্গার সাবেক পৌর মেয়র মনির গ্রেপ্তার
ছবি: যায়যায়দিন

২০১৮ সালের বিএনপির সাবেক নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টা ও চাঁদাবাজির মামলায় নাটোরের নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) রাত দুইটার দিকে মনিরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত মনিরুজ্জামান মনির নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ছাতারভাগ ডাকাতিয়া গ্রামের মৃত শফির উদ্দিন মন্ডলের ছেলে।

নলডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগষ্টের পর নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মনিরুজ্জামান মনির আত্মগোপনে চলে যায়। মঙ্গলার রাত ২ টার দিকে গোপন সংবাদের তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সাবেক মেয়র মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে লালডাঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে।

২০১৮ সালে নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক নেতা জিল্লুর রহমানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টা ও চাঁদাবাজির ঘটনার একটি মামলা তাকে গ্রেফতার দেখানো হয়েছে।মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়।

এর একদিন আগে ডেভিল হান্ট অভিযানে নলডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিল মাহবুর রহমান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক জিল্লুর রহমান গ্রেপ্তার করেন।নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে