বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

'অপারেশন জ্যাকপট'র শুটিং নিয়ে ব্যস্ততা

বিনোদন রিপোর্ট
  ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
'অপারেশন জ্যাকপট'র শুটিং নিয়ে ব্যস্ততা

৩ দশক পার করেছে দেশের প্রথম ও অন্যতম শীর্ষ ইভেন্ট অর্গানাইজিং প্রতিষ্ঠান অন্তর শোবিজ। এই সময়ে অসংখ্য আন্তর্জাতিক ও জাতীয় ইভেন্টের আয়োজন করে প্রতিষ্ঠানটি। দীর্ঘ সময়ের অভিজ্ঞতা নিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বপন চৌধুরী এবার হাত দিয়েছেন সিনেমায়। সরকারি অনুদানের 'অপারেশন জ্যাকপট'র সহযোগী প্রযোজকের দায়িত্ব পালন করছে তার প্রতিষ্ঠান অন্তর শোবিজ। এরই মধ্যে ২৯ ডিসেম্বর ছবিটির শুটিং শুরু হয়েছে এফডিসিতে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন ছিল 'অপারেশন জ্যাকপট'। সেটিই বড় আয়োজনের এ ছবিতে তুলে ধরা হবে। চলচ্চিত্রের অনেক তারকাই এখানে অভিনয় করছেন। ছবির অন্যতম প্রধান চরিত্রে রয়েছেন অনন্ত জলিল। এদিকে ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের রাজীব চৌধুরী।

প্রতিদিনই স্বপন চৌধুরী শুটিং স্পটে উপস্থিত থেকে সিনেমাটির তদারকি করছেন। এ বিষয়ে তিনি বলেন, দীর্ঘ সময়ের অভিজ্ঞতাটা 'অপারেশন জ্যাকপট'-এ কাজে লাগাচ্ছি। এটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবি। তাই নিজেই প্রতিদিন শুটিংয়ে থাকছি। স্বপন চৌধুরী বলেন, ইভেন্টের কাজ করেছি তিন দশকের বেশি সময় ধরে। শোবিজের মোটামুটি সবই আমার জানা। বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতাও রয়েছে। সেই অভিজ্ঞতাটাই সিনেমায় দেওয়ার চেষ্টা করছি। ভরসা রাখতে পারেন খুব ভালো কিছু হচ্ছে। এদিকে স্বপন চৌধুরী জানালেন, এফডিসিতে ১৫ জানুয়ারি পর্যন্ত শুটিংয়ের পর গাজীপুরে হবে এর শুটিং। এরপর ভারত হয়ে ফ্রান্সে হবে 'অপারেশন জ্যাকপট'র শুটিং। শুধু তাই নয়, এরই মধ্যে স্বপন চৌধুরী নতুন আরও একটি সিনেমার ঘোষণা দেবেন বলেও জানালেন। তিনি বলেন, আরও একটি নতুন সিনেমার ঘোষণা দিচ্ছি শিগগিরই। এর মধ্যে পরিকল্পনা করছি। 'অপারেশন জ্যাকপট' শেষ হলেই সেটার কাজ ধরব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে