শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

আসছে নোরা ফাতেহির ক্র্যাক

বিনোদন ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
নোরা ফাতেহি

জন্মসূত্রে কানাডিয়ান নাগরিক আর হয়ে গেলেন বলিউডের সাড়া জাগানো নায়িকা। এসেছেন এক মরোক্কান-কানাডিয়ান পরিবার থেকে এবং বেড়েও উঠেছেন কানাডায়। যদিও বিভিন্ন সাক্ষাৎকারে তিনি নিজেকে একজন ভারতীয় বলেই দাবি করে থাকেন। কিন্তু তার জন্ম পরিবার আর বেড়ে ওঠা সবই বলছে অন্য কথা। এমন এক পরিবার থেকে আসা এক মেয়ের বলিউডের নায়িকা হয়ে যাওয়াটাও তো বেশ চিত্তাকর্ষকই বটে। এতক্ষণ যার কথা বলা হচ্ছিল তিনি বলিউডের নোরা ফাতেহি। যার 'রোয়ার:টাইগার্স অব দ্য সুন্দরবনস' চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার বলিউডে অভিষেক ঘটেছিল। সেই থেকে চলছে তার ক্যারিয়ারের সম্প্রসারণ। আকর্ষণীয় দেহবলস্নরী আর ধুন্ধুমার নাচ দিয়ে উত্তেজনার পারদ চড়িয়ে রাখেন তিনি দর্শকের। এভাবেই দিচ্ছেন একের পর এক চিত্তাকর্ষক বিনোদনের মধ্যদিয়ে আলোচনার ঝড়। 'বাহুবলী: দ্য বিগিনিং' ও 'কিক ২' সিনেমা দুটোতে তিনি আইটেম গানে যে পারফর্ম করেন সে ঝড়ে টালমাটাল হয়ে পড়ল যুবা-প্রৌঢ় সবাই।

আলোচনার ঝড় তুলতে আসছেন ফের তিনি পরিচালক আদিত্য দত্তর পরবর্তী সিনেমা 'ক্র্যাক' দিয়ে। কাহিনি অনুসারে মুম্বাইয়ের বস্তি থেকে আন্ডারগ্রাউন্ড এক্সট্রিম স্পোর্টস জগতে একজন মানুষের যাত্রার গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। যেখানে অভিনয় করেছেন- অর্জুন রাম পাল, বিদু্যৎ জামাল ও নোরা ফাতেহি।

আসছে ২৩ ফেব্রম্নয়ারি মুক্তি পাবে 'ক্র্যাক' সিনেমা। কয়েক দিন আগে সিনেমাটির ট্রেইলার মুক্তি পেয়েছে। পুরো ট্রেইলার জুড়ে ধুন্ধুমার অ্যাকশন আর রোমান্সে ভরপুর, যা দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। এদিকে সিনেমাটির শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলেছেন নোরা ফাতেহি। স্টান্ট ডাবল ছাড়াই শুটিং করেন তিনি।

এ বিষয়ে নোরা ফাতেহি বলেন, 'অর্জুন (অর্জুন রামপাল) স্যার স্টান্ট করছিলেন, বিদু্যৎ (বিদু্যৎ জামাল) স্যারও স্টান্ট করছিলেন, তাই আমিও ডাবল ছাড়াই স্টান্ট করতে চাই। বিদু্যতের সঙ্গে যখন একটি দৃশ্যের শুটিং করছিলাম, তখন আমরা দু'জনেই খুব দ্রম্নত যাচ্ছিলাম। হঠাৎ আমি পড়ে যাই। অন্যদিকে আগের গতিতেই যাচ্ছিলেন বিদু্যৎ। দড়িটি বিদু্যতের কোমরে বাঁধা ছিল, আমি তার পেছনে ছিলাম। সে বুঝতে পারেনি আমি পড়ে গেছি, ফলে বিদু্যৎ আমাকে টেনেহিঁচড়ে নিয়ে যায়, তাও কংক্রিটের রাস্তা দিয়ে।'

'ক্র্যাক' সিনেমায় বিদু্যৎ জামালের বিপরীতে অভিনয় করেছেন নোরা ফাতেহি। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অ্যামি জ্যাকসন। তা ছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী রুক্মিনী মৈত্রকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে