রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ইসরাইল আমাদের ইহুদি সত্তাকে ছিনিয়ে নিয়েছে : গিস্নজার

বিনোদন ডেস্ক
  ১৪ মার্চ ২০২৪, ০০:০০
ইসরাইল আমাদের ইহুদি সত্তাকে ছিনিয়ে নিয়েছে : গিস্নজার

বুকে ফিলিস্তিনি পতাকা নিয়ে অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানের লাল গালিচায় উপস্থিত হয়েছেন অভিনেতারা। সেরা চিত্রনাট্যের জন্য অস্কার বিজয়ী ফিল্ম 'অ্যানাটমি অফ এ ফল'-এর অভিনেতারা ইসরাইলি গণহত্যা বিরোধী ওই প্রতীকী প্রতিবাদ জানান। সোমবার আমেরিকার লস অ্যাঞ্জেলেসে রাতে ৯৬তম অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্রের জন্য অস্কার বিজয়ী 'দ্য ফেভারিট জোন' চলচ্চিত্রের পরিচালক জনাথন গিস্নজার বলেছেন, দখলদার ইসরাইল আমাদের ইহুদি সত্তাকে ছিনিয়ে নিয়েছে।

একইভাবে বিলি আইলিশ, আভা ডুভার্নে, মার্ক রাফেলো, রামি ইউসুফের মতো হলিউড তারকাদের অনেকেই গাজায় যুদ্ধবিরতির প্রতীক হিসেবে বুক চাপড়িয়ে লাল গালিচা অনুষ্ঠানে উপস্থিত হন। পুরস্কারে গ্র্যামি বিজয়ী সংগীতশিল্পী বিলি আইলিশ, অস্কার মনোনীত মার্ক রাফালোসহ বেশ কয়েকজন তারকা 'আর্টিস্ট ফর সিজফায়ার' এর প্রতিনিধিত্ব করে লাল পিন পরেছিলেন। লাল পিনটিতে দেখা যায়, এর ভেতরে একটি কমলা রঙের হাত রয়েছে যার মধ্যে একটি কালো হার্ট সাইন আঁকা। জানা গেছে, পিনটি দ্রম্নত ও স্থায়ী যুদ্ধবিরতির জন্য সম্মিলিত সমর্থনের প্রতীক। একইসঙ্গে সমস্ত জিম্মিদের মুক্তি এবং গাজার বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তার পক্ষে বার্তা দেয়। দ্য নিউইয়র্ক টাইমস জানায়, অভিনেতা টনি শালহাউব ও ইবন মস-বাচরাচ স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডে এই পিন পরে এসেছিলেন। রামি ইউসুফ এক সাক্ষাৎকারে গাজায় শিশু হত্যা বন্ধের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, আমরা অনতিবিলম্বে গাজায় স্থায়ী যুদ্ধবিরতিসহ ফিলিস্তিনিদের নিরাপত্তা, ন্যায়বিচার ও শান্তির দাবি জানাই। ইসরাইলি বোমা হামলা বন্ধ হলেই কেবল আলোচনা হতে পারে। অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে