শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

নীহাজ খানের সিঙ্গেল নাটক 'ভেল্কিবাজি'

বিনোদন রিপোর্ট
  ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০
নীহাজ খানের সিঙ্গেল নাটক 'ভেল্কিবাজি'

নাটকের শুটিং ইউনিট করতে গিয়ে নায়কের অনুপস্থিতিতে বিপাকে পড়েন পরিচালক। ইউনিট নিয়ে বসে অলস সময় পার করতে থাকেন আর হিরোর জন্য অপেক্ষা করতে থাকেন। পরিচালকের মোবাইলে এসএমএস আসে হিরো হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি আছেন, শুটিং করতে পারবেন না। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েন পরিচালক। প্রযোজকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এমন অবস্থায় সহকারী পরিচালক বুদ্ধি দিল শুটিং বন্ধ না করে পরিচালককেই হিরোর চরিত্রে অভিনয় করতে। বাবা-মা চরিত্র শিল্পী, নায়িকা ও প্রযোজক এই বুদ্ধিকে সাধুবাদ জানিয়ে শুটিং করার জন্য আহ্বান করেন পরিচালককে। শুরু হলো শুটিং। পরিচালক হলেন নায়ক আর সহকারী পরিচালক হলেন পরিচালক। শুটিংয়ের এমনই এক ঘটনা নিয়ে নীহাজ খানের রচনা ও পরিচালনায় নির্মিত সিঙ্গেল নাটক 'ভেল্কিবাজি' দেখা যাবে আজ ৬ এপ্রিল শনিবার রাত ১০টায় একুশে টেলিভিশনে। 'মিডিয়া ক্রিয়েশন' প্রযোজিত নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেন আরিফ হাসান ও প্রিয়াঙ্কা জামান। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, সোহেল রশিদ, ইমরান আজান, লিজা খানম, শেখ স্বপ্না, তানজিদা তারিন, নুরুল ইসলাম রানা, মিজান, সেতু, ফারুক রাজসহ আরও অনেকেই।

নাটকটির পরিচালক নীহাজ খান বলেন, শুটিং সম্পর্কিত ঘটনা হচ্ছে নাটকটির মূল পস্নট। কিন্তু এর ভেতরে রয়েছে আরও একটি গল্প। নাটকটির মূল পস্নট এবং ভেতরের গল্পে থাকবে ভেল্কিবাজি। আমাদের বর্তমান যুগে প্রেম করাটা কোনো অস্বাভাবিক কিছু নয়। কিন্তু প্রেমিক-প্রেমিকাদের প্রেমকে বেশির ভাগ পরিবারই মেনে নিতে পারেন না। এ জন্যই বেশির ভাগ প্রেমিক-প্রেমিকা পালিয়ে বিয়ে করার পথ বেছে নেন। কিন্তু এই নাটকটির ভেতরের গল্পের মাধ্যমে প্রেমিক-প্রেমিকাকে পারিবারিকভাবে খোঁজ-খবর নিয়ে বিয়ে দেওয়ার জন্য উৎসাহিত করার মেসেজ দেওয়া হয়েছে। আশা করছি নাটকটি দর্শকদের কাছে ভালো লাগবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে