শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

শিল্পী সমিতির সদস্য থাকতে চান না ওমর সানী

বিনোদন রিপোর্ট
  ২৬ মে ২০২৪, ০০:০০
শিল্পী সমিতির সদস্য থাকতে চান না ওমর সানী
শিল্পী সমিতির সদস্য থাকতে চান না ওমর সানী

চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে যেন বিতর্ক থামছেই না। কাদা ছোড়াছুড়ি করছেন শিল্পীরা। এমন পরিস্থিতিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ছাড়তে চাইলেন চিত্রনায়ক ওমর সানী। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে তিনি নিজেই মন্তব্য করে লিখেছেন, শিগগিরই সমিতির সভাপতির কাছে চিঠি পাঠাবেন।

গতকাল ফেসবুকে এক পোস্টে সানী লেখেন, 'আমি আর শিল্পী সমিতিতে সদস্য হিসেবে থাকতে চাচ্ছি না, আমি কয়েক দিনের মধ্যে প্রেসিডেন্ট সাহেবের কাছে চিঠি পাঠাব। আমার সব শিল্পীর প্রতি শ্রদ্ধা রইল।' তবে কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে কিছু জানাননি ওমর সানী। কারণ, জানতে যোগাযোগ করা হলে সাড়া দেননি তিনি।

এ দিকে, কয়েকদিন ধরেই বেশ আলোচনায় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেছেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। এ নিয়ে চলচ্চিত্রাঙ্গনে নানা যুক্তিতর্ক চলমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে