বাংলাদেশের টিভি নাটকে এই মুহূর্তে অন্যতম আকর্ষণীয় অভিনেত্রীর নাম তানজিম সাইয়ারা তটিনী। খুব অল্প সময়েই নিজ অভিনয়গুণে দর্শকদের নজর কেড়েছেন তিনি। ইতোমধ্যে বেশ কিছু নাটকের কাজ করে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন তিনি। 'সময় সব জানে' নাটকের জন্য মেরিল প্রথম আলো-২০২৩ পুরস্কার পেয়েছেন। আবার খুব তার খুব চাহিদা থাকা সত্ত্বেও খুব অল্প সময়ের মধ্যেই নিজেকে সামলে রয়েসয়ে অভিনয় করছেন তিনি। অভিনয়ে গা ভাসিয়ে না দিয়ে কাজ করছেন গল্প বাছবিচার করে।
এবার প্রথমবারের মতো ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন তটিনী। গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। এর আগেও ওটিটির পর্দায় তাকে দেখা গিয়েছিল একটি ওয়েব সিরিজে। 'এই মুহূর্তে' সিরিজের 'কল্পনা' পর্বে অভিনয় করেছিলেন তিনি। নাম ঠিক না হওয়া নতুন ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন সানী সানোয়ার। তবে সিরিজটির গল্প ও নিজের চরিত্র সম্পর্কে এখনই বলতে নারাজ তিনি। পরিচালক নিজেই নাকি সময় হলে সিনেমাটির বিস্তারিত প্রকাশ করবেন বলে জানালেন তটিনী।
তিনি বলেন, আমি মনে করি, যেকোনো কাজের শুরুটা ভালো কিছু দিয়ে হওয়া উচিত। 'কল্পনা' দিয়ে ওটিটিতে পা রেখেছিলাম আমি। বেশ প্রশংসিতও হয়েছে কাজটি। এর মধ্যে অনেক কাজের প্রস্তাব পেলেও করিনি। কারণ ওয়েব ফিল্মে কাজের প্রতি আস্থা তৈরি না হলে করা ঠিক না। তাই এত দিন ওয়েবে কাজ করা হয়নি।
তটিনী বলেন, ওয়েবের কাজগুলো সাধারণত সময় নিয়ে, প্রস্তুতি নিয়ে নির্মিত হয়। ভালো কাজের সুযোগ থাকে এখানে। নতুন সিরিজটির গল্প, চরিত্র ও নির্মাণের পরিকল্পনা শুনে ভালো কাজের বিশ্বাসের জায়গাটি পেয়েছি। তাই রাজি হয়েছি।
জানা গেছে, আগামী ৫ আগস্ট থেকে ওয়েব ফিল্মটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে দেশের বর্তমান পরিস্থিতির কারণে সেটা পেছাতে পারে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ৫ থেকে ১৫ আগস্ট পর্যন্ত আমার অংশের শুটিং হওয়ার কথা। এখন পর্যন্ত শুটিং শিডিউল ঠিকঠাক আছে। তবে দেশের পরিস্থিতির কারণে ওই তারিখে শুটিং নাও শুরু হতে পারে। পরিস্থিতি বুঝে কিছুদিন পিছিয়ে যেতে পারে। বর্তমান সময়ে এসে নাটকে বেশ আলোচিত হয়ে উঠেছেন তটিনী। ওটিটিতে কাজ করলেও ছোট পর্দা নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়ে তিনি বলেন, 'নাটকই এখন আমার প্রথম পছন্দ। হয়তো অভিনয়জীবনে কখনোই নাটক বাদ দিতে পারব না। ওটিটি দিয়ে আমার ভালো কাজের যাত্রা শুরু হয়েছিল ঠিকই, কিন্তু নাটক আমাকে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছে।' নাটকের প্রতি ভালোবাসা থাকলেও বেছে কাজ করতে চান তিনি। এ কারণেই অন্যবারের চেয়ে গত ঈদে কমসংখ্যক নাটকে অভিনয় করেছেন তিনি। মাত্র পাঁচটি নাটকে দেখা গেছে তটিনীকে। অভিনেত্রী বলেন, 'বেশিসংখ্যক নাটকে কাজ করতে চাই না। কম হলেও যে কাজগুলো করব, সেগুলো যেন দর্শকের ভালো লাগে। ঈদে পাঁচটি নাটকের মধ্যে ভেতরে বাইরে, ভালোবাসার প্রথম কদম ফুল, লাভ সাব ও লাভিং ফ্রেন্ড নাটকের জন্য প্রশংসা পেয়েছি।'
প্রসঙ্গত, ইতোমধ্যে তিনটি নাটকের শুটিংও শেষ করেছেন তটিনী। নাটকগুলো হলো রাফাত মজুমদার রিংকুর 'ভালোবাসার আদরে', রুবেল হাসানের 'বউয়ের বিয়ে' ও মাসিকুল আলমের নাম ঠিক না হওয়া একটি নাটক। আরেকটি নাটক শুটিং শুরু হলেও দেশের বর্তমান পরিস্থিতির কারণে আপাতত বন্ধ আছে।