সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

মেয়ের আঁকা ছবিতে প্রতিবাদ শেয়ার করলেন মিথিলা

বিনোদন রিপোর্ট
  ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
মেয়ের আঁকা ছবিতে প্রতিবাদ শেয়ার করলেন মিথিলা

জনপ্রিয় অভিনেত্রী-সঙ্গীতশিল্পী রাফিয়াত রশীদ মিথিলা। দেশের পাশাপাশি কলকাতাতেও নিয়মিত কাজ করছেন তিনি। তবে অন্য অনেক তারকার মতো শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্ম হয়েছেন তিনি। শুধু সামাজিকমাধ্যমেই নয়, বৃহস্পতিবার ফার্মগেটে শিল্পীসমাজের সঙ্গে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান তিনি। আর যেন কোনো প্রাণ না ঝরে সেই আশাবাদও তিনি ব্যক্ত করেন। এদিকে শিক্ষার্থীদের মৃতু্যর ঘটনায় তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করেছেন মিথিলা। তিনি দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে আছেন বলেও জানান। এদিকে এ বিষয়ে মিথিলা মানবজমিনকে বলেন, যেকোনো বিবেকসম্পন্ন মানুষ চাইবে এ রকম ঘটনা আর না ঘটুক। এভাবে শিশুদের, ছাত্রদের প্রাণ যেন না যায়। এটা খুব দুঃখজনক ঘটনা।

আমি নিজে শিক্ষার্থী, শিশুদের নিয়ে কাজ করেছি সারাটা জীবন। আমি চাই এই ঘটনার সুষ্ঠু বিচার হোক। একজন মানুষ হিসেবে চাই শিক্ষার্থীদের ওপর হামলা-মামলা-গ্রেপ্তার বন্ধ করা হোক। এদিকে শুধু মিথিলাই নন, ছবি এঁকে প্রতিবাদ জানিয়েছে তার ছোট্ট মেয়ে আইরা। সম্প্রতি তার আঁকা একটি ছবি শেয়ার করেন মিথিলার স্বামী সৃজিত মুখার্জী। সেখানে দেখা যাচ্ছে, রাস্তায় কিছু মৃতদেহ পড়ে রয়েছে। পাশে কিছু মানুষের জমায়েত। তাদের কারও কারও হাতের পোস্টারে ইংরেজিতে লেখা, আমরা বিচার চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে