সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

কটাক্ষের মুখে দর্শনা বণিক

বিনোদন ডেস্ক
  ০৮ আগস্ট ২০২৪, ০০:০০
কটাক্ষের মুখে দর্শনা বণিক
কটাক্ষের মুখে দর্শনা বণিক

ভারতীয় বাংলা সিনেমার বরেণ্য অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নির্মিত হয়েছে 'যমালয়ে জীবন্ত ভানু' সিনেমা। সিনেমাটি নির্মাণ করেছেন কৃষেন্দু চ্যাটার্জি। এতে অভিনেত্রী সুচিত্রা সেনের চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। এ সিনেমায় তার উপস্থিতি খুব কম সময়ের জন্য ছিল। তবে সুচিত্রা হিসেবেই দর্শনার লুক সামনে এসেছে। তাতে দেখা যায়, দর্শনার পরনে এক রঙের শাড়ি, মাথার চুলগুলো লেস ফিতা দিয়ে বাঁধা, গলায় সরু নেকপিস। এমন রূপে দর্শনাকে দেখে নেটিজেনদের বেশিরভাগই তাকে নিয়ে ট্রল করছেন। নেটিজেনদের অনেকেই লিখেছেন, সুচিত্রার ভূমিকায় একমাত্র রাইমা মানানসই, দর্শনাকে মানাচ্ছে না। সুচিত্রার সঙ্গে তার চেহারার মিল নেই। একজন লেখেন, বড্ড ওভাররেটেড।

অভিব্যক্তিহীন। এই মন্তব্য দর্শনার নজরে পড়েছে। যা নিয়ে শুরু হয় ভার্চু্যয়াল যুদ্ধ। অভিনেত্রী লেখেন, আমি আন্ডাররেটেড, দয়া করে একটু ওভাররেটেড করে দিন। এ মন্তব্যের জবাবে সেই নেটিজেন লেখেন, সঠিক অভিব্যক্তি দিয়ে ভালো সিনেমা করুন। প্রশ্ন ছুড়ে দিয়ে দর্শনা বণিক লেখেন, আপনি কী সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেন? সূর্য দেখেছেন? এখানেই শেষ নয়, এরপর মন্তব্য করেন দর্শনার স্বামী সৌরভ দাস। তিনি জানতে চান, আপনার এই সাজেশনের জন্য কত ফি নেবেন? এরপর ফের মন্তব্য করেন দর্শনা। খানিকটা রেগে গিয়ে তিনি লেখেন, আপনি শেষ কোন বাংলা সিনেমা হলে গিয়ে দেখেছেন? রিপস্নাই দিলে সেটা মেনে নিতে পারেন না কেন? আজব!

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে