বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

'সমালোচনা করলেই দালাল বলা বন্ধ করতে হবে'

বিনোদন রিপোর্ট
  ১৮ আগস্ট ২০২৪, ০০:০০
'সমালোচনা করলেই দালাল বলা বন্ধ করতে হবে'
মুমতাহিনা টয়া

নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে পরিচিতি পান 'ড্রিমগার্ল' খ্যাত মুমতাহিনা টয়া। একাধারে মডেল, নৃত্যশিল্পী, টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী। 'পরের মেয়ে' নামের সিরিজে অভিনয় করে দর্শকপ্রিয়তা লাভ করেন। 'বাঙালি বিউটি' নামে একটি বহুল আলোচিত সিনেমাতে অভিনয়ও করেছেন। তবে তিনি কাজ অনেকটা কম করছেন। শিক্ষার্থীদের আন্দোলনের শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন তিনি।

শুধু সামাজিকমাধমেই নয়, রাজপথেও আন্দোলনে দেখা মিলেছে তার। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্র্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন। অন্য সবার মতো টয়াও স্বপ্ন দেখছেন নতুন বাংলাদেশের। তবে এখনো বাকস্বাধীনতার প্রয়োগ নেই বলে মনে করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই নিয়ে একটি পোস্ট করেছেন তিনি।

1

টয়া লিখেন, বাকস্বাধীনতার জন্য লড়াই হলো, কিন্তু প্রয়োগ করা এখনো যাচ্ছে না। আমি ভাই অনলাইন-এ শো অফ করে আন্দোলন করি নাই। রাস্তায় অনেক আগে থেকেই ছিলাম। আমি অত বড় কেউ না তাই অত বেশি কভারেজ পাই নাই। যেটা অন্যায় সেটাকে অন্যায় বলেছি এবং বলছি।

টয়া আরও বলেন, একটা কথা ৫ আগস্ট তারিখের আগে বলেছি, এখনো বলছি। সমালোচনা করলেই সে ওই দলের লোক বা সেই দলের লোক, দালাল, চামচা এইসব বলা বন্ধ করতে হবে। ১৬ বছর বলি নাই এটা আমাদের বড় ভুল। আজকে থেকে এ ভুল শুধরাতে চাই। গঠনমূলক আলোচনা ও সমালোচনা শিখতে এবং করতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে