সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
প্রতিবাদী

মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক
  ২১ আগস্ট ২০২৪, ০০:০০
মিমি চক্রবর্তী
মিমি চক্রবর্তী

কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল ভারত। বিচারের দাবিতে চলছে প্রতিবাদ। শুরু থেকেই নির্যাতিতার বিচারের দাবিতে সরব সাবেক সংসদ সদস্য ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। পথেও নেমেছেন তিনি। তার দাবি, দোষীর এমন শাস্তি হোক, যেন আর কেউ এ ধরনের অপরাধের কথা ভাবলেই মেরুদন্ড কেঁপে ওঠে। এদিকে নারীদের নিরাপত্তায় জোর দিতে একাধিক পদক্ষেপ ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মুখ্য উপদেষ্টা আলাপন ব্যানার্জী নতুন কিছু পদক্ষেপের কথা জানিয়েছেন। এরমধ্যে

অন্যতম- নারীদের রাতের শিফট থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করা হবে। এই ঘোষণার পর সরকারের সিদ্ধান্তে আরও বিরক্ত সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়াতেও

ক্ষোভের আগুন জ্বলছে।

প্রশ্ন তুলেছেন, যে নারীরা রাত দখল করে পথে নেমেছেন, তাদেরকেই কি না রাতে কাজ থেকে অব্যাহতি দেওয়ার কথা বলছে প্রশাসন? সরকারের এ ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার শেয়ার করেন মিমি। যেখানে প্রতিবাদীরূপে লাল কালিতে কিছু কথা লেখা ছিল। আর কিছু কথা রেখে দেওয়া হয়েছে। রেখে দেওয়া কথাগুলো হলো, ছেলেটি তাকে ধর্ষণ করেছে, নিজের ছেলেকে শিক্ষা দিন, আপনার ছেলেকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলুন, তাহলেই নিরাপত্তা বজায় থাকবে। ঠিক এর আগে, লাল কালিতে দাগ টেনে কেটে দেওয়া কথাগুলো হলো- মেয়েকে রক্ষা করুন, আর মেয়েদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলুন। অর্থাৎ মেয়েটিকে ধর্ষিতা বলার আগে ছেলেটি যে ধর্ষণ করেছে সেটা বলা হোক। মেয়েকে সামলে রাখুন বলার পরিবর্তে ছেলেকে সঠিক শিক্ষা দিন। মেয়েকে নয়, বরং ছেলেকে বলুন তাড়াতাড়ি বাড়ি ফিরতে, তাহলেই নিরাপত্তা বজায় থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে