শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

আট মাস পর নতুন ছবিতে বুবলী

বিনোদন রিপোর্ট
  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আট মাস পর নতুন ছবিতে বুবলী

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। সাফল্যের সঙ্গে রুপালি পর্দায় কেটে গেছে তার অর্ধযুগ। রূপের সঙ্গে অভিনয়ের মুগ্ধতা ছড়িয়েছেন এই অভিনেত্রী। দর্শকদের পাশাপাশি নির্মাতাদের কাছেও চাহিদা রয়েছে তার। পরিচালকরা নতুন সিনেমা নির্মাণে প্রথমেই বুবলীকে নিয়েই ভাবেন। এই নায়িকার গ্রহণযোগ্যতা এতটাই বেশি যে, তাকে নিয়ে রচিত হয়েছে সিনেমার একাধিক গান। চলচ্চিত্রের দুঃসময়ে বুবলীর আগমন ঘটলেও তার যাত্রাটা ছিল মসৃণ। শুরুতেই অভিনয় করেন সময়ের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে 'বসগিরি' সিনেমায়। প্রথম ছবিতেই বাজিমাত করেন এই নায়িকা। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। উপহার দিয়েছেন একের পর দর্শকপ্রিয় সিনেমা। নায়িকা বুবলীর ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থাকলেও কাজের বেলায় তিনি ঠিকঠাক। নিজের কাজ দিয়ে গত বছরও পেয়েছিলেন সেরা নায়িকার তকমা। চলতি বছর মুক্তি পেয়েছে তার দুটি সিনেমা। যার মধ্যে 'দেয়ালের দেশ' ছবিতে অভিনয়ের জন্য দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন। এদিকে দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে ধীর গতি এসেছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। নেই কোনো নতুন ছবির খবর। এরই মধ্যে বুবলী নতুন কাজের খাতা খুলেছেন বলে খবর এলো।

'নীল টিপ' নামের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এই সিনেমা দিয়েই প্রায় আট মাস পর নতুন কোনো সিনেমায় সাইন করলেন তিনি। নারীপ্রধান গল্পের সিনেমাটি বানাবেন মেহেদি হাসান। আগামী জানুয়ারিতে শুরু হবে সিনেমার শুটিং এমনটাই জানালেন নির্মাতা মেহেদি।

নতুন এই সিনেমা নিয়ে মেহেদি হাসান বলেন, 'আমাদের দেশে নারীপ্রধান গল্পের সিনেমা খুব কম নির্মাণ হয়। নীল টিপ সিনেমার গল্প সাজানো হয়েছে এক নারীকে কেন্দ্র করে। আশা করি বুবলী তার অভিনয় দিয়ে চরিত্রটিকে পরিপূর্ণতা দেবেন। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে শুটিং শুরুর পরিকল্পনা আছে।'

নির্মাতা জানান, এই সিনেমায় বুবলীর বিপরীতে ছোট পর্দার কোন অভিনেতাকে নিতে চান তিনি। ইতোমধ্যে কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানানো হবে বুবলীর বিপরীতে কে থাকছেন। সিনেমাটি প্রযোজনা করছেন ওয়ারি থানা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য সৈয়দ মোহাম্মদ সোহেল। এর আগে তিনি 'শেষ বাজি' সিনেমাটি প্রযোজনা করেছিলেন। তবে সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয়।

বুবলী অভিনীত সর্বশেষ ছবি 'রিভেঞ্জ' মুক্তি পায় গেল ঈদুল আজহায়। মোহাম্মদ ইকবাল পরিচালিত এই সিনেমাটি মুখ থুবড়ে পড়েছিল সিনেপেস্নক্স ও সিংগেলস্ক্রিনে। অন্যদিকে হাতে থাকা এম ডি ইকবালের 'বিট্রে' ও জসিম উদ্দীন জাকিরের 'মায়া-দ্য লাভ ২' ছবি দুটি ছেড়ে দেওয়ার খবর শোনা গেছে। যদিও এ বিষয়ে সরাসরি মুখ খোলেননি বুবলী।

বুবলীর মুক্তি প্রতীক্ষিত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে সিয়াম আহমেদের সঙ্গে 'জংলি'। এম রাহিমের পরিচালনায় এতে বুবলীর বিপরীতে আছেন সিয়াম আহমেদ। ওটিটিতে কাজ করলেও বড় পর্দায় এটি এই জুটির প্রথম সিনেমা। গেল রোজার ঈদেই পোস্টার প্রকাশ করে 'জংলি' সিনেমা মুক্তির আগাম বার্তা দিয়ে রাখেন অভিনেতা সিয়াম আহমেদ। এরপর নির্মাতা এম রাহিম জানান, ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। কিন্তু হঠাৎ করেই ঈদে মুক্তির মিছিল থেকে নিজেদের সরিয়ে নিয়েছে জংলি।

একদিকে যেমন তার নতুন ছবির খবরে আগ্রহে ভাসছে অনুরাগীরা, অপরদিকে নিজেকে অপরূপ সাজে ধরা দিয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন নায়িকা। তবে ছবিতে কাজ করা প্রসঙ্গে সামাজিকমাধ্যমে কিছু শেয়ার না করলেও নিজের সাজ-আশাক নিয়ে বেশ সরব বুবলী। গত বুধবার তেমনই কিছু ছবি শেয়ার করেন নায়িকা। সেখানে বুবলিকে বেগুনি রঙের শাড়িতে দেখে মুগ্ধতায় ভাসিয়ে দেন তার অনুরাগীরা।

ব্যাক্তিগত জীবনে নায়ক শাকিব খানকে ভালোবেসে বিয়ে করেছেন নায়িকা বুবলী। তাদের ঘরে একটি ছেলেসন্তান রয়েছে। তার নাম শেহজাদ খান বীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে