ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ক্যারিয়ারে অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি ওটিটি পস্ন্যাটফর্মেও কাজ করেছেন তিনি। আর ভালো কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একাধিক সম্মাননা। সম্প্রতি এক অনুষ্ঠানে এ অভিনেত্রী বলেন, 'আমি ভালো ভালো অনেক কাজ করছি যেটা অনেক মেয়ের স্বপ্ন। আমি একটা কথা বিশ্বাস করি কেউ যদি সৎ থাকে তাহলে তাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আলস্নাহ আমাকে অনেক ভালোবাসেন এজন্য কোনো সমস্যার সম্মুখীন হলে আমার সততা দিয়ে পরবর্তী পথ খুঁজে নিতে পারি। এটা আমার কাছে বড় প্রাপ্তি।' তিশা আরও বলেন, 'জীবনে উত্থান-পতনের মধ্যে ভালো জিনিসটা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। এটাকে আমার একটা খুব ভালো ?দিক বা গুণ বলতে পারি, যেটা হয়তো অনেক আর্টিস্ট পারেনা।' অভিনয়ের পাশাপাশি নাচতেও অনেক ভালোবাসেন এ অভিনেত্রী। নাচের বিষয়ে তিশা বলেন, 'অনেকদিন পর সুযোগ হয়েছে ক্লাসিক্যাল নাচ করার। প্রায় ৬ বছর ?পর নাচলাম। আমি তো আসলে নাচের মেয়ে। গ্র্যাজুয়েশন শেষ করিনি কিন্তু পাঁচ বছর নাচের প্রশিক্ষণ নিয়েছি। সে জায়গা থেকে আমি নাচ ভালোবাসি।' অভিনেত্রীর ভাষ্য, 'অভিনয়ের পাশাপাশি আমার সবচেয়ে বেশি যেটা পছন্দ সেটা হচ্ছে স্টেজ পারফর্ম। একটা সুন্দর কাজের প্রাপ্তি নিয়ে বছরটা শেষ করছি।' এদিকে বৃহস্পতিবার সকালে মাদককান্ডে জড়িয়েছে তিশার নাম। এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।