উদীয়মান জনপ্রিয় লোকসংগীত শিল্পী নিপা আহমেদ সারাহ্ এর একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার। স্থান ছিল জাতীয় যাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট কবি, গবেষক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক সচিব জনাব আসাদুলস্নাহ্। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকসংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী আবু বক্কর সিদ্দিক, লোকগীতির বিশিষ্ট কন্ঠশিল্পী জনাব আশরাফ উদাস, বিশিষ্ট গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক মিল্টন খন্দকার। অনুষ্ঠানটির সঙ্গীত পরিচালনায় ছিলেন একুশে পদকপ্রাপ্ত বংশী বাদক গাজী আব্দুল হাকিম। আমন্ত্রিত বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা জনাব আজিজুল হাকিম, বিশিষ্ট নাট্যকার জিনাত, সঙ্গীত ম্যাগাজিন এর প্রধান সম্পাদক রওনাক হাসানসহ আরো অনেকে। এ ছাড়াও বেতার, টেলিভিশনের অনেক গুণী শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেল ৪টায় সুরের মূর্চ্ছনার শুরু হয় নিপা আহমেদ সারাহ্ এর সঙ্গীত পরিবেশনা। এ,কে,এম দিদার উদ্দিন সেলিমের কথা ও বিখ্যাত সুরকার সুপ্রিম চৌধুরীর সুর করা গান. 'তুমি আমার আকাশের চাঁদ,/ তুমি নদীর ঢেউ' গানটি দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। চমৎকার গায়কী দিয়ে নিপা আহমেদ সারাহ্ একে একে উক্ত অনুষ্ঠানে একুশটি লোকসংগীত পরিবেশন করেন। পুরো অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন মঞ্চ অভিনতা, কবি, গীতিকার ও জাতীয় পর্যায়ের উপস্থাপক এ. কে.এম দিদার উদ্দিন সেলিম। রাত নয়টায় 'মিলন হবে কতো দিনে' জনপ্রিয় এ লালনগীতি গানটির মধ্য দিয়ে একক সংগীতানুষ্টানটি শেষ হয়।