এবার বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক নিতে যাচ্ছেন।
‘স্পিরিট’ ছবির জন্য দীপিকা ২০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা যায়।
আর এই পারিশ্রমিক তার স্বামী রণবীর সিংয়ের সাম্প্রতিক পারিশ্রমিককেও ছাড়িয়ে গেছে।
যদিও নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
তবু দীপিকার এই বিশাল পারিশ্রমিক নিয়ে এরই মধ্যে বলিউড পাড়ায় চর্চা শুরু হয়েছে।
‘স্পিরিট’ সিনেমাটি পরিচালনা করছেন কবির সিং ও অর্জুন রেড্ডিখ্যাত ভারতীয় পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা।
যদিও সিনেমার কাস্টিং, শুটিং ও মুক্তির তারিখ নিয়ে এখনও কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি।
অন্যদিকে প্রথমে দীপিকার কাছে এই ছবির প্রস্তাব যখন আসে, তখন তিনি মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন।
যার কারণে অভিনয় না করার আগ্রহ দেখান তিনি। কিন্তু পরবর্তীতে নির্মাতা শুটিংয়ের সময়সূচিতে পরিবর্তন আনেন। তখনই মূলত কাজের জন্য রাজি হন দীপিকা।