শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

হাত বেধে ছিনতাইকারীদের শহর ঘুরানোর ভিডিও ভাইরাল

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি
  ১৬ মে ২০২৫, ১৪:২০
হাত বেধে ছিনতাইকারীদের শহর ঘুরানোর ভিডিও ভাইরাল
ছবি: যায়যায়দিন

নবীগঞ্জ শহরের ব্যাংকের টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে এক বৃদ্ধের টাকা ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারী যুবক জনতার হাতেনাতে আটক হয়েছে। তাদেরকে উত্তম মধ্যম দিয়ে স্থানীয় সাবেক কাউন্সিলার এর জিম্মায় দেয়া হয়েছে তাদেরকে নবীগঞ্জ থানায় সোপর্দ করার জন্য। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।

এনিয়ে বিরাজ করছে নানা প্রশ্ন। এ ব্যাপারে সাবেক কাউন্সিলারের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়। ফেসবুকে ছিনতাইকারী আটকের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায় উক্ত ছিনতাইকারীদের পুরো শহরে হাত বেধেঁ ঘুরানো হয়েছে।

1

জানাযায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ শহরের প্রাইম ব্যাংক লিমিটেড থেকে নবীগঞ্জ উপজেলার মিল্লিক গ্রামের এক বয়স্ক কৃষক মাসুক মিয়া ২০ হাজার টাকা উত্তোলন করে নিয়ে ব্যাংকের নীচ তলা আসামাত্র তিন ছিনতাইকারী জোর করে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় তার কান্নাকাটি দেখে বিএনপি নেতা আবুল কালাম মিটু, শহরের ব্যবসায়ী নিয়ামুল হক, সাবেক ছাত্রনেতা ছমিরুল হক চৌধুরী গংরা এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে পাকড়াও করলে অপরজন পালিয়ে যায়।

আটককৃত ছিনতাইকারী হলো নবীগঞ্জ উপজেলার কানাইপুর গ্রামের আবুল মিয়ার ছেলে আবদাল মিয়া, দিলদার মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া। জনতা এসময় তাদের কাছে থেকে ছিনতাইকৃত ২০ হাজার টাকা উদ্ধার করেন।

পরে উপস্থিত জনতা আটককৃত ছিনতাইকারীদের গনপিটুনি দিয়ে স্থানীয় সাবেক কাউন্সিলারের নিকট দেয়া হয় তাদেরকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করার জন্য।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিটু বলেন, আমি এক মুরব্বির কাছে থেকে টাকা ছিনতাইয়ের সময় আমার চোখে পড়ে । পরে স্থানীয় জনগনের সহায়তায় দুইজনকে আটক করি আর একজন পালিয়ে যায়।

আমরা আটককৃতদের স্থানীয় কাউন্সিলারের জিম্মায় দেই তাদেরকে থানায় হস্তান্তর করার জন্য। তিনি নিয়ে যান থানায় দিবেন বলে কিন্তু কেন দেননি জানি না।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি মোঃ কামাল হোসেন এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত করেন থানায় কোন ছিনতাইকারী হস্তান্তর করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে