সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

মোশাররফ-নাদিয়ার 'উত্তরাধিকার'

বিনোদন রিপোর্ট
  ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
মোশাররফ-নাদিয়ার 'উত্তরাধিকার'
মোশাররফ-নাদিয়ার 'উত্তরাধিকার'

নতুন বছরকে কেন্দ্র করে অনেক নির্মাতাই নতুন নাটক নির্মাণ করে থাকেন। বছরের শুরুতে নতুন কাজ নিয়ে হাজির হতে চান তারা। এরই অংশ হিসেবে নির্মাতা মেহেদি রনি নির্মাণ করেছেন নাটক উত্তরাধিকার। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও সালহা খানম নাদিয়া। এটি একটি পারিবারিক গল্পে নির্মিত নাটক। এতে দেখা যাবে, জালাল শেখের চরিত্রে অভিনয় করা পঙ্কজ মজুমদারকে। জীবনের শেষ ভাগে এসে সে বুঝতে পারে, তার অর্জিত সম্পত্তি তাকে জীবনে কোনো শান্তি দিতে পারেনি। তার দুই সন্তান আলাল শেখ ও দুলাল শেখ। এদের চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে সালাহউদ্দিন লাভলু ও মোশাররফ করিম। এরা লোভী ও অকৃতজ্ঞ। তাই তাদের বাবা এক সময় সিদ্ধান্ত নেয়, মৃতু্যর আগে সম্পত্তির বড় একটি অংশ এতিমখানায় দান করে যাবে এবং সে তাই করে। জালাল সাহেব মারা গেলে তার সম্পত্তি ভাগাভাগি নিয়ে বাঁধে বিপত্তি। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

নাটকটি নিয়ে নির্মাতা মেহেদি রনি গণমাধ্যমকে বলেন, 'কাজটি আমরা সবাই খুব যত্নসহকারে করেছি। সালাহউদ্দিন লাভলু, মোশাররফ করিম ও সালহা খানম নাদিয়া তিনজনই দুর্দান্ত অভিনয়শিল্পী। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। এটি একটি পারিবারিক ড্রামা, যা দর্শক নাটকটি প্রচার হলেই দেখতে পাবে। এমন গল্পে এটাই আমার প্রথম কাজ। আশা করছি সবার ভালো লাগবে। নাটকটি নতুন বছরে প্রচার হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে