বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সব সময় একটা অপূর্ণতা মনে হয়:রুনা খান

বিনোদন রিপোর্ট
  ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
সব সময় একটা অপূর্ণতা মনে হয়:রুনা খান
সব সময় একটা অপূর্ণতা মনে হয়:রুনা খান

'কাজ করার সময় কখনোই আমার কাজ আমাকে সন্তুষ্ট করতে পারে না। শুটিং সেটে শুধু মনে হয় এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। সব সময় একটা অপূর্ণতা মনে হয়। পরে সেটা নির্মাতা ও সহশিল্পীদের সহযোগিতায় কাটিয়ে উঠতে হয়। ফলে, কাজটা আরও দুর্দান্ত হয়ে পর্দা ফুটে ওঠে। যেমনটা হয়েছে 'নীলপদ্ম' সিনেমার ক্ষেত্রে।' বুধবার সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মিলনায়তনে নিজের সিনেমা 'নীলপদ্ম' প্রদর্শনী শেষে কথাগুলো বলছিলেন অভিনেত্রী রুনা খান। ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 'বাংলাদেশ প্যানারোমা' বিভাগে প্রতিযোগিতা করছে 'নীলপদ্ম'। দেশের বাইরের উৎসবে প্রদর্শিত হলেও বাংলাদেশ এটিই 'নীলপদ্ম'র প্রিমিয়ার।

সিনেমা প্রদর্শনী শেষে রুনা খান গণমাধ্যমকে বলেন, 'এই সিনেমা দিয়ে নির্মাতা আমাদের সমাজের এক অংশেরে কথা বলতে চেয়েছেন। সেখানে আছে বিশেষ কিছু বার্তা। তিনি সিনেমার মধ্যমে যে শ্রেণির মানুষের বার্তা দিতে চেয়েছেন সেটা যদি দেশের মানুষের কাছে পৌঁছায় তাহলেই আমাদের সার্থকতা।' 'নীলপদ্ম' সিনেমার প্রধান চরিত্র নীলা। যৌনপলস্নীতে তার বেড়ে ওঠা। সে জানে না তার জন্মপরিচয়। জানে না, এই যৌনপলস্নীতে যৌনকর্মী হিসেবে বেড়ে ওঠার কারণ। সব সময় এই জীবন ছেড়ে একটা সুন্দর-স্বাভাবিক জীবন চাইত নীলা। একটা সময় সে একজনকে বিশ্বাস করে এবং তার হাত ধরে এই যৌনপলস্নী ছেড়ে চলে যায়। ভাগ্যের চরম পরিহাসে আবারও এই জীবনে ফিরে আসতে বাধ্য হয় নীলা। এভাবেই ভাগ্যেকে বরণ করে নেয় হাজারো নীলা। 'নীলপদ্ম' সিনেমায় নীলা চরিত্রেই অভিনয় করেছেন অভিনেত্রী রুনা খান। যৌনকর্মীর চরিত্রে প্রথম অভিনয় করছেন রুনা খান। ফলে, চরিত্রটি ছিল বেশ চ্যালেঞ্জিং। তার কথায়, এই প্রথম যৌনকর্মীর চরিত্রে প্রথম অভিনয় করলাম। এটা আমার কাছে বেশ চ্যালেঞ্জিং ছিল। লোকেশনটাও ছিল একদম রিয়েল। এখানে নীলা চরিত্রটা যতটা ঠিকঠাক মনে হয়েছে তার কৃতিত্বটা আমি পুরো টিমকে দিতে চাই।'

1

কিছুটা আক্ষেপের সুরে রুনা খান বলেন, 'জীবনধর্মী গল্পের ক্ষেত্রে আমরা এখনো সর্বোচ্চ বাজেট ও সুবিধা পাই না। সেই জায়গা থেকে হাজারো সীমাবদ্ধতা মাঝে নির্মাতা এটি তৈরি করেছেন। এখানে শুধু একজন যৌনকর্মীর জীবনের গল্প নয়, এই সম্প্রদায়ের অনেকজনের জীবনের একটু একটু অংশ নিয়ে তিনি ওদের কথা বলতে চেয়েছেন।' পরিচালনার পাশাপাশি 'নীলপদ্ম' প্রযোজনাও করেছেন তৌফিক এলাহী। রুনা খান ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, শাহেদ আলী, রাশেদ মামুন অপু, সুজাত শিমুল। কলাকুশলী ছাড়াও 'নীলপদ্ম' সিনেমায় এদিন হাজির হয়েছিলেন অভিনেতা জিতু আহসান, আব্দুন নূর সজল, অভিনেত্রী, শার্লিন ফারজানা, জান্নাতুল ফেরদৌসী ঐশীসহ আরও অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে