রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

গেস্নাবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন এস এম শফি

বিনোদন রিপোর্ট
  ২৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
গেস্নাবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন এস এম শফি
গেস্নাবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন এস এম শফি

শিল্প-সংস্কৃতির কৃতি ব্যক্তিদের সম্মাননা জানাতে 'গেস্নাবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪' অনুষ্ঠিত হয়ে গেল ১৭ জানুয়ারি রাজধানীর পাঁচ তারকা হোটেল 'হলিডে ইন'-এ। চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নাচ, সাংবাদিকতা, উদ্যোক্তাসহ ৩০টি বিভাগে সেরাদের সম্মাননা প্রদান করা হয়।  

থিম সং এর জন্য এই আসরে সেরা কণ্ঠশিল্পী হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন এস এম শফি। তিনি বলেন, গানের মধ্য দিয়েই ক্যারিয়ার শুরু, এখনো সেই কাজটিই ভালোবেসে করছি। কাজের জন্য সম্মান ও স্বীকৃতি পাওয়া সবার জন্যই ভীষণ আনন্দের।

স্বপ্ননিবাস প্রেজেন্ট 'গেস্নাবাল স্টার অ্যাওয়ার্ড সিজন-২'তে কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা, উপমহাদেশের কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা ও এনটিভির পরিচালক নুর উদ্দিন আহমেদকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। রেদুয়ান খন্দকার, সালাম মাহমুদ, তাশিক আহমেদ, আর কে রিপন, তানরুবা আফরিন সহ আরও অনেক।

এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন রিজিয়া পারভীন, রবি চৌধুরী, ন্যান্সি, মিলা, এস এম শফি, হাফিজ বাউলা, তাজুল ইসলাম, শিমলা, আজিজুল হাকিম, রুনা খান, সাবিলা নূর, কুসুম শিকদার, আনিকা কবির শখ, মৌসুমি হামিদ, পিয়া জান্নাতুল, আব্দুন নুর সজল, ইভান শাহরিয়ার সোহাগ, দেবাশীষ বিশ্বাস, মহিদুল মহিম, আভরাল মাহির, রোশান, খায়রুল বাসার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে