রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

অধ্যবসায় ও সততার বিকল্প নেই :নাদিয়া

বিনোদন রিপোর্ট
  ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
অধ্যবসায় ও সততার বিকল্প নেই :নাদিয়া
অধ্যবসায় ও সততার বিকল্প নেই :নাদিয়া

বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। ছোটবেলা থেকেই বিনোদন জগতের সঙ্গে তার সম্পর্ক। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান 'নতুন কুঁড়ি'তে তিনি নাচে এবং অভিনয়ে পুরস্কৃত হয়েছিলেন। এবার অভিনয়ের দুনিয়ায় পথ চলতে চলতে তিনি অভিনয় জীবনের 'রজতজয়ন্তী'তে পদার্পণ করেছেন।

অভিনয় শেখারও আগে নাদিয়ার নাচ শেখা। তার নাচের গুরু প্রয়াত হাবিবুল চৌধুরী। এরপর শিশু একাডেমিতে শেখার পর, সাত বছরের ডিপেস্নামা কোর্স করেন 'বাফা' থেকে। প্রথম শ্রেণিতে প্রথম হন তিনি। এরপর রাইজা খানম ঝুনু, সোহেল রহমান, শিবলী মোহাম্মদ, শামীম আরা নীপা ও দীপা খন্দকারের কাছেও নাচ শিখেছেন। তবে অভিনয়ে তার গুরু অ্যাডওয়ার্ড বাড়ই। রবীন্দ্রনাথ ঠাকুরের 'পোস্টমাস্টার'-এর রতন চরিত্রে বারৈর লেখা স্ক্রিপ্টে অভিনয় করেই 'নতুন কুঁড়ি'তে পুরস্কৃত হয়েছিলেন। এর পরপরই নাদিয়া বিটিভির 'বারো রকমের মানুষ' নাটকে অভিনয়ের সুযোগ পান। মাঝে বিরতির পর ২০০০ সাল থেকে নাদিয়া মূলত অভিনয়ে নিয়মিত হতে শুরু করেন। প্রথম প্রচারে আসে রেজানুর রহমানের 'ছায়াকায়া' নাটকটি। এতে অভিনয় করে সম্ভাবনাময়ী অভিনেত্রী হিসেবে 'বাচসাস' পুরস্কারে ভূষিত হন। তবে তার আগে তিনি মোহন খানের 'দূরের মানুষ' নাটকে অভিনয় করেছিলেন।

অভিনয় জীবনের দীর্ঘদিনের পথচলা নিয়ে নাদিয়া বলেন, 'অভিনয় জীবনের দীর্ঘদিনের এ পথচলায় দিনের পর দিন দেশে কিংবা দেশের বাইরে মানুষের এই যে অকৃত্রিম ভালোবাসা, এটাই তো আসলে জীবনের অনেক বড় প্রাপ্তি। আমি খুব সাধারণ একজন মানুষ। ভীষণ আনন্দ নিয়েই পরিবার, বন্ধুবান্ধবদের সঙ্গে জীবন উদযাপন করতে ভালোবাসি। আমি আমার শিক্ষকদের ভীষণ ভালোবাসি ও শ্রদ্ধা করি। একটা কথাই বিশেষভাবে বলতে চাই, জীবনে বড় হতে গেলে অধ্যবসায় এবং সততার বিকল্প নেই। আমি আমার সব সহশিল্পী, পরিচালক, প্রযোজক, নাট্যকারসহ নাচের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি, সর্বোপরি দর্শকের প্রতি কৃতজ্ঞ। কারণ সবার সহযোগিতা ও ভালোবাসায় আমি আজকের নাদিয়া।' অভিনয় জীবনের এই সময়ে এসে ধারাবাহিক নাটকে 'প্রিন্সেস দিবা', পরবর্তীকালে চেয়ারম্যান দিবা চরিত্রে দুর্দান্ত অভিনয় দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন নাদিয়া। এ ছাড়া তার আরও বেশ কিছু নাটক রয়েছে প্রচারের অপেক্ষায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে