রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সৌদির 'জাতীয় সঙ্গীতে' সুরারোপ করবেন মার্কিন সুরকার

বিনোদন ডেস্ক
  ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
সৌদির 'জাতীয় সঙ্গীতে' সুরারোপ করবেন মার্কিন সুরকার
সৌদির 'জাতীয় সঙ্গীতে' সুরারোপ করবেন মার্কিন সুরকার

'আশ আল-মালিক' শিরোনামের জাতীয় সঙ্গীতের সুর পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। ১৯৪৭ সালে সৌদি বাদশা আবদুল আজিজের অনুরোধে মিসরের সুরকার আবদুর রহমান আল-খতিব এটি রচনা করেছিলেন, যার অর্থ 'দীর্ঘজীবী হোন বাদশা'। জাতীয় সঙ্গীতটি বর্তমানে প্রচলিত সংস্করণটি সেই সময়কার প্রচলিত 'আরব ফ্যান ফেয়ার' ঘরানার। এটি পরিবর্তন করে নতুন সুরারোপ করার দায়িত্ব পেয়েছেন মার্কিন অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার।

সৌদি আরবের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, দেশটিতে যে বিপুল পরিবর্তনের কর্মযজ্ঞ চলছে, জাতীয় সঙ্গীত পরিবর্তনও ওই কর্মযজ্ঞের অংশ। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, হলিউডের বিখ্যাত সব সিনেমার সুরকার জিমার এই প্রকল্পের কাজে প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছেন। সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথোরিটির চেয়ারম্যান তুর্কি আলালশিখ এই বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে হ্যান্স জিমারের ঝুলিতে বর্তমানে দু'টি অস্কার, একটি বাফটা এবং চারটি গ্র্যামি জেতার রেকর্ড রয়েছে। ?'দ্য লায়ন কিং' ও 'ডুন' চলচ্চিত্রের গানে সুরারোপ করে সেরা মৌলিক সুর বিভাগে অস্কার পান তিনি। দ্য ডেইলি টেলিগ্রাফের শীর্ষ ১০০ জীবন্ত প্রতিভাবান ব্যক্তির তালিকায় তার নাম রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে