পুরান ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম সুফি ফেস্টিভ্যাল। সুফি ফেস্ট মূলত চিরায়ত বাংলার সুফি মেলা। তবে এই মেলার আধুনিকায়ন করে শহরের আবহে সাজানো হয়েছে। আগামী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এই ফেস্ট অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে পরিবেশিত হবে, পুঁথি, লোকসঙ্গীত (ফোক), ভাটিয়ালি, ভাওয়াইয়া, মুরশিদি, মারফতি সঙ্গীত, সুফি কাওয়ালি, সুফি রাক্স (রুমী ড্যান্স) এবং সুফি হাদরা। তাছাড়া আরও থাকবে হরেক রকমের স্টল। বই, পারফিউম, পোশাক, জুয়েলারি, খেলাধুলা, খাবারসহ অন্যান্য স্টল। টিকিট কেটে ঢুকতে হবে এই অনুষ্ঠানে। টিকিটের সাধারণ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।
এই মেলায় উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিনা রহমানসহ সুফি মাশায়েখগণ, ঢাকার নবাব পরিবারের বংশধরগণ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী মহল থেকে গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন শাহবাজ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাইয়েদ হুসাইন শাহবাজি।
\হতিনি বলেন, ?'দীর্ঘ ১৭ বছর পর আহসান মঞ্জিলে কোনো অনুষ্ঠান হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর মধ্যে প্রধানতম হলো আহসান মঞ্জিল। এই ঐতিহাসিক স্থাপনাটি অনুষ্ঠানের গুরুত্ব ও মাহাত্ম্য বৃদ্ধি করবে।' যারা সুফি ফেস্টে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন বলে তিনি জানান।