রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

'মিস এম্পাওয়ার্ড কুইন বাংলাদেশ ২০২৫' এর মুকুট জিতলেন রিফা তামান্না

বিনোদন রিপোর্ট
  ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
'মিস এম্পাওয়ার্ড কুইন বাংলাদেশ ২০২৫' এর মুকুট জিতলেন রিফা তামান্না
'মিস এম্পাওয়ার্ড কুইন বাংলাদেশ ২০২৫' এর মুকুট জিতলেন রিফা তামান্না

অনুষ্ঠিত হয়ে গেল 'মিস এম্পাওয়ার্ড কুইন বাংলাদেশ ২০২৫'-এর প্রথম আসর। ১৪ ফেব্রম্নয়ারি 'যখন বুদ্ধিমত্তাই আসল সৌন্দর্য' এই শিরোনামের একটি ভিন্নধর্মী বিউটি পেজেন্টের আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি আয়োজন করেন মিস বাংলাদেশ-ইন ট্রেনিং (এমবিএইটি) যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত একটি নন-প্রফিট সংস্থা। এ সময় ২৪ বছর বয়সি বিজয়ী রিফা তামান্নাকে ক্রাউনিং করেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩-এর বিজয়ী শাম্মি ইসলাম নীলা, এবং মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ নুঝাত তাবাসসুম এফা।

বিজয়ী রিফা গণমাধ্যমকে বলেন, 'আমি কখনো মডেল বা অভিনেত্রী হব- এই চিন্তায় আসিনি এই ট্রেনিংয়ে। আমি মূলত এই আয়োজনে এসেছি লিডারশিপ স্কিল, কীভাবে নিজের সমাজসেবামূলক কাজ নিয়ে আগানো যায়, পাবলিক স্পিকিং স্কিল শিখতে, সঙ্গে ৩ মাসের এই আয়োজনে ডায়েটিশিয়ান বেনজির শামস ম্যাম-এর গাইডেন্স এ কমিয়ে ফেলি ৭ পাউন্ড মতো ওজন। আমি সামনে দেশে বন্যা নিরসনে বড় পরিসরে কাজ করতেও চাই। আর সামনে চাই নিজেকে নিজের বেস্ট ভার্সনে নিয়ে দেশকে সর্বোচ্চ সম্মানে রিপ্রেজেন্ট করতে।'

মোহাম্মদ জুনাত হোসাইন মৃধার তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছিল। ইভেন্ট ডিরেক্টর হিসেবে তিনি ছিলেন প্রধান পরিকল্পনাকারী ও পরিচালক। তার সঙ্গে ছিলেন এক ঝাঁক তরুণ ও উদ্যমী সহযোগী। সৌরভ চন্দ্র শীল, সেহেমী সুলতানা, সানজিদা জামান উর্মি, পাপিয়া অলিন, সাগর আহমেদ আরিফ, নাজাহ হাকিম, রিফাত কবিরসহ আরও অনেকেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে