বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

গানে ব্যস্ত ইউনুস ফারাজী

বিনোদন রিপোর্ট
  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
গানে ব্যস্ত ইউনুস ফারাজী
গানে ব্যস্ত ইউনুস ফারাজী

নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী ইউনুস ফরাজী। বর্তমান সময়ে গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটছে তরুণ এ শিল্পীর। তারমধ্যেই একের পর এক নতুন গান প্রকাশ করে যাচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে তার গাওয়া নতুন গান 'থাকবি আমার তুই'। গানটি প্রকাশের পর দর্শকদের কাছ থেকে ভালো সারা পাচ্ছেন তিনি। গানের ব্যাপারে ইউনুস ফরাজী বলেন, ছোটবেলা থেকেই গানের পাগল ছিলাম। বড় হয়ে গানকেই মনে-প্রাণে লালন-পালন করেছি। মৃতু্যর আগ পর্যন্ত গান নিয়েই বেঁচে থাকতে চায়। গত বছরে অনেক গান প্রকাশ করেছি। এ বছরও চেষ্টা করব দর্শকদের সামনে নতুন গান নিয়ে হাজির হতে। দর্শকদের ভালো গান উপহার দিতে পারাটাই একজন শিল্পীর স্বার্থকতা।

ইউনুস ফরাজীর ৫০টিরও বেশি গান ইউটিউবে রিলিজ হয়েছে। তার মধ্যে উলেস্নখযোগ্য গান হলো- থাকবি আমার তুই, মন বলেছে, মাটির মানুষ, দিওয়ানা কেন দূরে, ভালোবাসি তোকে, ফিরে আসবি ইত্যাদি। উলেস্নখ্য, এ বছরে দেশের বাইরে অস্ট্রেলিয়া এবং ইউরোপে তার গানের প্রোগ্রাম রয়েছে বলে জানান এ শিল্পী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে