মঞ্চ নাটক ও টিভি নাটকের গুণী অভিনেতা আ খ ম হাসান। তিনি মঞ্চে অভিনয় করে যেমন দর্শকের মন জয় করেছেন, তেমনি টিভি নাটকেও দর্শকের মধ্যে ছড়িয়ে যাচ্ছেন মুগ্ধতা। গুণী এ অভিনেতার সঙ্গে এবার দর্শকপ্রিয় অভিনেতা সাব্বির আহমেদ ও সোহানা সুমী একটি নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকের নাম লোকাল প্রেম। নাটকটির গল্প ভাবনা মাসউদুর রহমান আদিত্য। নাট্যরূপ ও পরিচালনায় মঈন খান রুপি। এরই মধ্যে রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিং বাড়িতে এর দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে। এতে আ খ ম হাসান আতিক চরিত্রে, সোহানা সুমী নদী চরিত্রে ও সাব্বির আহমেদ অভিনয় করেছেন রিপন চরিত্রে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সাব্বির আহমেদ বলেন, 'লোকাল প্রেম নাটকটির গল্প ভাবনা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। গল্পে নতুনত্ব আছে। গ্রামীণ পটভূমিতে নির্মাণ হচ্ছে এ নাটক। আ খ ম হাসান ভাই গুণী অভিনেতা। তিনি মঞ্চেও যেমন দাপুটে, টিভি নাটকেও তাই। আমি, আ খ ম ভাই ও সুমী তিনজনেরই মঞ্চে কাজ করার অভিজ্ঞতা আছে। যে কারণে আমাদের মধ্যে কাজের বোঝাপড়াটাও চমৎকার। আশা করছি, নাটকটি প্রচারে এলে ভালো লাগবে দর্শকদের।'
সোহানা সুমী বলেন, 'ধন্যবাদ মঈন খান রুপি ভাইকে নদী নামের চমৎকার একটি চরিত্রে আমাকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। সত্যি বলতে কি আমি তো বেশির ভাগ সময়ই গ্রামীণ পটভূমির গল্পের নাটকে অভিনয় করি। আমার ভীষণ ভালো লাগে। যথারীতি এ নাটকের গল্প ও নির্মাণ আমার কাছে ভালো লাগছে। নাটকে প্রধান সহশিল্পী শ্রদ্ধেয় আ খ ম ভাই নিঃসন্দেহে একজন গুণী অভিনেতা। তার সঙ্গে কাজ করার সুযোগ পেলেই ভালো লাগে। অনেক কিছু শেখা যায় তার কাছ থেকে। মানুষটা এত ভালো মনের, এত বিনয়ী যে তার সাহচর্য মুগ্ধ করে। আমরা সবাই কাজটি প্রবল আগ্রহ নিয়ে ভীষণ উপভোগের মধ্য দিয়েই করছি। আশা করা যায়, নাটকটি প্রচারে এলে দর্শক মুগ্ধ হবে।' জানা যায়, আগামী মার্চ থেকেই নাটকটি প্রচারে আসতে পারে।