রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

আত্মহত্যা করেছেন অভিনেত্রী পামেলা

বিনোদন ডেস্ক
  ০৮ মার্চ ২০২৫, ০০:০০
আত্মহত্যা করেছেন অভিনেত্রী পামেলা

জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ 'বেওয়াচ' ও 'নাইট রাইডার'র অভিনেত্রী পামেলা বাখ আত্মহত্যা করেছেন। স্থানীয় সময় বুধবার হলিউড হিলসের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। লস অ্যাঞ্জেলেসের মেডিকেল এক্সামিনার অফিস বলছে, 'আত্মহত্যার' পর গত বুধবার ৬২ বছর বয়সি পামেলা বাখের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার হলিউড হিলসের বাড়ি থেকে। নব্বই দশকের জনপ্রিয় টিভি সিরিজ 'বেওয়াচের অভিনেতা ডেভিড হ্যাসেলহফের সাবেক স্ত্রী ছিলেন বাখ। সাবেক স্ত্রীর মৃতু্যর খবর জানিয়ে এক বিবৃতিকে অভিনেতা হ্যাসেলহফ বলেছেন, 'পামেলার মৃতু্যতে আমাদের পরিবার শোকাহত।' হ্যাসেলহফ বলেছেন, 'শোকের এই সময় পাড়ি দেওয়া তাদের জন্য কঠিন। বিষয়টি নিয়ে নীরবতা পালনের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে